১-০-০-১৪--- এটা হল প্রথম চারটি টি-টোয়েন্টিতে কেএল রাহুলের স্কোর। সিরিজে🍸র শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। একেবারেই ছন্দে নেই রাহুল। তাঁর ব্যর্থতা নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। তব𝓀ে কর্ণাটকের ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
রাহুলের পাশে দাঁড়াতে গিয়ে শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্না অভিনীত ছবি ‘অমর প্রেম’-এর বিখ্যাত গান ‘কুছ তো লোক কেহেঙ্গে’র উদ্ধৃতি দিয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘যখন ক্রিকেটারদের খারাপ ফর্ম নিয়ে লোকে সমালোচনা করে, তখন আমি একটাই কথা ভাবি, কুছ তো লোক কেহেঙ্গে, লেဣাকো কা কাম হ্যায় কেহনা, ছোড়ো বেকার কি বাতো ম্যায় কহি বিত না জায়ে র্যায়না…’। এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আসলে লোকেরা সমালোচনা শুনতে খুব ভালবাসে। আর সেটা দিন দিন বেড়েই চলেছে।’
এখানেই থেমে থাকেননি বিরাট। সামলোচকদের এক হাত নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘টিমের মধ্যে একজন প্লেয়ারের যখন খারাপ ফর্ম চলে, তাঁকে সামলানো যে কতটা কঠিন হয়ে য়ায়, সেটা আমরাই জানি। সে যে খেলাটা ভুলে যায়, এমনটা তো নয়। সাধারণ ভাবে যে মান🤪সিক অবস্থায় আমরা থাকি, সেই সময়ে কিছুটা যেন বদলে যায়। তার মধ্যে আবার এই সব সমালোচনার সঙ্গে লড়াইও করতে হয়।🦩 এই পরিস্থিতিতে আমরা সেই প্লেয়ারের পাশে সব সময়ে থাকি এবং মানসিক ভাবে উদ্দীপ্ত করি।’
ঙ্কিং
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।