প্রতি ম্যাচে নিজেকে ছাপিয়ে যাচ্ছেন টিম ডেভিড। শুরুর দিকে সিঙ্গাপুরের ব্♊যাটসম্যানের ভূমিকা ছিল সহযোগীর। চলতি ভাইটালিটি 🔥ব্লাস্টে ক্রমে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি। যেরকম ব্যাট করছেন, তাতে অস্ট্রেলিয়ার হয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপে মাঠে নামা কার্যত নিশ্চিত দেখাচ্ছে টিম ডেভিডের।
বুধবার ইয়র্কশায়ারের বিরুদ্ধে টি-২০ ব্লাস্টের ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন টিম ডেভিড। লিয়াম লিভিংস্টোন ব্যাট হাতে ব্যর্থ হলেও তাঁর খামতি ঢেকে ল্যাঙ্কাশায়ারকে দু'শো রানের গণ্ডি টপকে যেতে সাহায্য করেন ডেভিড। এমন পারফর্ম্যান্স উৎফুল্ল করতে পারে ডেভিডের আইপিএল ফ্র্যাঞ্চা🏅ইজি মুম্বই ইন্ডিয়ান্সকেও। কেননা এবছর চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরে পরবর্তী মরশুমে ডেভিডকে সামনে রেখে ঘুঁটি সাজাতে পারেন রোহিতরা।
হেডিংলেতে টস হেরে শুরুতে ব্যাট করেত নামে ল্যাঙ্কাশায়ার। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ডেভিড ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৬ রান করে আউট হন। লিভিংস🌞্টোন সাজঘরে ফেরেন মাত্র ২ রান করে।
এছাড়া ল্যাঙ্কাশায়ারের হয়ে ফিল সল্ট ১০, কিটন জেন💫িংস ৪২, স্টিভেন ক্রফট ৪১, ও ডেন ভিলাস অপরাজিত ৪০ রান করেন। ২টি উইকেট নেন জর্ডন থম🔯্পসন।
আরও পড়ুন:🦩- Vitality Blast-এ ঝড় তুলে চলেছেন IPL-এ অবিক্রিত প্লেয়ার, এবার ৩০ বলে ৮৩-র সুনামী
পালটা ✅ব্যাটﷺ করতে নেমে ইয়র্কশায়ারও দু'শো রানের গণ্ডি টপকে যায়। তবে খুব কাছে গিয়েও ম্যাচ জেতা সম্ভব হয়নি তাদের পক্ষে। ইয়র্কশায়ার ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৯ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ল্যাঙ্কাশায়ার।
ইয়র্কশায়ারের হয়ে টম কোহলার-ক্যাডমোর ৭৭, ডেভিড উইলি ৫২ ও অ্যাডাম লিথ ৩৮ 🉐রান করেন। লিভিংস্টোন ১টি উইকেট নেন। ম্যাচের সেরা হন টিম ডেভিড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।