শুভব্রত মুখার্জি: মঙ্গলবার সকালেই আসন্ন ওয়ানডে বিশ্বকা🌠পের সূচি ঘোষণা কর🥃ে আইসিসি। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী এবং ফাইনাল দুটি ম্যাচ খেলা হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত গ্রুপ পর্যায়ে তাদের একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এমন আবহেই ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২০১১ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণা করতে গিয়ে বিরাট কোহলি জানিয়ে দিলেন, মুম্বইয়ে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। বিশ্বকাপের প্রকাশিত সূচি নিয়েও তিনি যে খুশি তা গোপন করেননি বিরাট।
আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দুই দল। প্রসঙ্গত ২০১৯ সালের শেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল এই দুই দেশ। সেবার সুপার ওভারের পরেও ম্যাচ টাই থাকার কারণে 'বাউন্ডারি কাউন্ট' অর্থাৎ বাউন্ডারি কে বেশি মেরেছে তার নিরীখে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ড দলকে। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ৮ অক্টোবর। তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ম্যাচটি খেলা হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। প্রসঙ্গত এর আগে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হয়। তবে সেবার ভ🉐ারত এককভাবে বিশ্বকাপের আয়োজন করেনি। এবার তারা প্রথমবার এককভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে।
দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ আয়োজন হচ্ছে। এꩲই বিশ্বকাপে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট জানিয়েছেন, 'ব্যক্তিগতভাবে আমি এই বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে মুখিয়ে রয়েছি। আবার একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ওখানকার পরিবেশে খেলার মজাটাই আলাদা। আমি বুঝতে পারছি ওখানে সেদিন (২০১১ বিশ্বকাপ ফাইনাল) উপস্থিত দর্শকরা ঠিক কিধরনের উত্তেজনা,উন্মাদনার মধ্যে দিয়ে গিয়েছে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলাটা সবসময় স্পেশাল। দর্শকদের মধ্যেও সেই উন্মাদনাটা থাকে।' ২০১১ বিশ্বকাপের ফাইনালে সেদিন কোহলি মাত্র ৪৯ বল খেলে ৩৫ রান করেছিলেন। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চারে। তিলকরত্নে দিলশানের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।