সবে মাত্র শুরু হয়েছে মহিলা বিগ ব্যাশ লিগের নতুন মরশুম। লিগের সাত নম্বর ম্যাচে মাঠে নেমে🌄 এমন একটি দুর্দান্ত ক💖্যাচ ধরেন ম্যাডি গ্রিন, যা শেষমেশ টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার জিতে নিতে পারে।
সিডনি থান্ডারের বিরুদ্ধে লড়াই ছিল পারথ স্কর্চার্সের। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সিডনি। ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারে অসাধারণ ফিল্ডিংয়🐻ের নমুনা পেশ করেন পারথের গ্রিন।
অ্যালানা কিংয়ের ওভারের শেষ বল (১৭.৬ ওভারে) স্টেপ-আউট করে লেগ 💃সাইডে তুলে মারেন অ্যানিকা লিরয়েড। বাউন্ডারি লাইনে বলের পিছনে ধাওয়া করে শরীর ছুঁড়ে দেন গ্রিন। বল মাঠে ড্রপ করার ঠিক আগের মুহূর্তে শূন্যে উড়ে ক্যাচ ধরে নেন তিনি। নিশ্চিত বাউন্ডারি লেখা শটে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় লিরয়েডকে।
আরও পড়𒊎ুন:- 2,2,W,W,W,W: এলেন, বল করলেন, এক ওভা🅷রেই ম্যাচ জেতালেন শামি, এভাবেও ফিরে আসা যায়! ভিডিয়ো
পরে হবার﷽্ট হ্যারিকেনসের বিরুদ্ধে মলি স্ত্রানোকে সাজঘরে ফেরাতে একই রকম একটি ক্যাচ ধরেন গ্রিন। চলতি মহিলা বিগ ব্যাশ লিগে ফিল্ডিংকে অন্য মাত্র🥂ায় তুলে নিয়ে গিয়েছেন ম্যাডি।
উল্লেখযোগ্য বিষয় হল, সিডনি থান্ডার ও হবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ২টি ম🎉্যাচেই জয় তুলে নেয় পারথ স্কর্চার্স। রবিবার সিডনিকে তারা ৯ উইকেটে পরাজিত কর𓄧ে। শুরুতে ব্যাট করে সিডনি ৮ উইকেটে ৮৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পারথ ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৯ রান সংগ্রহ করে নেয়।
সোমবার হ্যারিকেনসকে ৮ উইকেটে হারিয়ে দেয় স্কর্চার্স। শুরুতে ব্যাট করে হবার্ট ৯ উইকেটে ১০৯ রান সংগ্রহ𒐪 করে। পালটা ব্যাট করতে নেমে পার💧থ ২ উইকেটে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। পারথ স্কর্চার্স ২টি ম্যাচই ইনিংসের ১৫তম ওভারে জিতে নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।