এক বিমান যাত্রার সময় বিরাট কোহলির ছোট্ট একটি কাজে মন গলেছিল ভিভ রিচার্ডসের। সম্প্রতি এমনই এক কাহিনী শোনালেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার বিবেক রাজদান। বিরাট কোহলি ভিভকে কতটা শ্রদ্ধা করেন, তা সর্ꩵবজনবিদিত। এদিকে ভিভও যে বিরাটের ব্যাটিংয়ের কত বড় ভক্ত, তাও জানা সবার। এই দুই কিংবদন্তি একবার উড়ানে মুখোমুখি হয়েছিলেন এবং সেই সময় ভিভের জিনিস রাখার জন্য ওভারহেড💫 বাঙ্ক থেকে নিজের জিনিস সিটের তলায় সরিয়ে জায়গা করে দিয়েছিলেন বিরাট।
সম্প্রতি একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাতকারে বিবেক রাজদান এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘২০১৯ সালে ভারত টেস্ট এবং ওডিআইয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছিল। সবগুলো ম্যাচই হচ্ছিল বিভিন্ন দ্বীপে। এবং এর কারণে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একটি বিশাল ফ্লাইটের ব্যবস্থা করে যেখানে খেলোয়াড়, প্রোডাকশন ক্রু, বোর্ড সদস্য এবং অন্যান্যরা সবাই একসাথে ভ্রমণಌ করে। অ্যান্টিগায় ম্যাচ শেষ হওয়ার পর, আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য ফ্লাইটে উঠেছিলাম। খেলোয়াড়রা প্রথমে ফ্লাইটে উঠেন, তারপরে প্রোডাকশন ক্রুরা। ধারাভাষ্যকারী দলে ছিলেন সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস।’
রাজদান বলেন, ‘যে সময় ভিভ প্লেনে উঠলেন, ততক্ষণে খেলোয়াড়রা সবাই বসে ছিল, ফ্লাইট প্রায় ভরে গিয়েছিল। স্যার ভিভিয়ান রিচার্ডস তাঁর ব্যাগ নিয়ꦕে ফ্লাইটে প্রবেশ করেন কিন্তু ওভারহেড লকার ভরতি থাকায় তিনি তা রাখার জায়গা খুঁজে পাননি। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং বিভিন্ন লকার খুলতে লাগলেন কোথাও জায়গা আছে কি না। হঠাৎ দেখি বিরাট উঠে সবার লাগেজ এলোমেলো করতে শুরু করেছে। সবাই বসে রইল, আর কোহলি ছাড়া কেউ উঠল না। শেষে নিজের ব্যাগ লকার থেকে সরিয়ে ভিভের লাগেজের জায়গা করে দেন কোহলি। এরপর ভিভ বিরাটের পিঠ চাপড়ে ধন্যবাদ জানি🐷য়েছিলেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।