ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধরের সাহসী ভবিষ্যদ্বাণী। শ্রীধর জানালেন জসপ্রীত বুমরাহ,আর্শদীপ সিং,ভুবনেশ্বর কুমার,মহম্মদ শামি,হার্ষাল প্যাটেল,আভেশ খানে⛎র মধ্যে কোন তিন পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন।ICC T20 বিশ্বকাপ ২০২১ থেকে টিম ইন্ডিয়াতে মোট ১১ জন ফাস্ট বোলার উঠে এসেছেন। তবে তাদের মধ্যে এই সময়ে হার্ষাল প্যাটেল, আভেশ খান এবং আর্শদীপ সিংও তাদের পারফরমেন্স দিয়ে সকলে মুগ্ধ করেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (🍷আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে তিনজনই টিম ইন্ডিয়াতে জায়গা করে নিয়েছেন। তবে শুধু জায়গাই করেননি, সুযোগ পেলে নিজেদের প্রমাণও করেছেন এই তিন বোলার।
আরও পড়ুন… রোহিতের সঙ্গে সূর্যকুমไারকে ওপে🍒ন করতে দেখে চমকে গিয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ
এছাড়া সিনিয়র ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ,ভুবনেশ্বর কুমারকেও ভালো ছন্দে দেখা গিয়েছে। মহম্মদ শামি এই সময়ের মধ্যে অনেকগুলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন প্রশ্ন হল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে কোন কোন পেস বোলারকে খেলতে দেখা যাবে? ভারতীয় পেস💙 আক্রমণ নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর।
Cricket.com-এর তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় পেস আক্রমণে কাদের দেখা যাবে? সেই প্রশ্নের উত্তরে শ্রীধর বলেছিলেন, ‘আমার মনে হয় আমাদের সঙ্গে অনেক সমস্🍌যা আছে,তাই না? দেখুন, আমি খুব সহজভাবে বলব,আমার মনে হয় আমাদের শীর্ষ তিন বোলার হবেন জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামি। কারণ এই তিনজন বোলার হলেআপনি ধনী।আপনি একজন নতুন বল বোলার পেয়েছেন এবং আপনি ডেথ ওভার বিশেষজ্ঞ পেয়েছেন। ফিটনেস নিয়ে কথা বললে,ভুবি তাঁর সেরা ফর্মে রয়েছেন।’
আরও পড়ুন… এবারের লেজে🦂ন্ডস লিগে খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর ব্যাটার ক্রꩵিস গেইলকে
শ্রীধর আরও বলেছেন,‘এবং আমাদের শামি আছে,যিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিরুদ্ধে নতুন বলে দারুণ লড়াই করেন। তাই আপনার কাছে ভুবি,শামি ছাড়াও পঞ্চম ও ষষ্ঠ বোলার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের কথা উঠলে দলে এমন খেলোয়াড় দরক🍃ার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।