'ভালো পিচ কোনটা, কে সংজ্ঞা নির্ধারণ করেছে?' সাংবাদিক সম্মেলনে পালটা প্রশ্ন ছুঁড়লেন অশ্বিন। মোতেরার পিচ নিয়ে তীব🌄্র সমালোচনার🌄 মাঝেই রীতিমতো আগ্রাসী দেখাল রবিচন্দ্রনকে।
আমদাবাদ টেস্ট দু'দিনে শেষ হওয়ার পর মাইকেল ভন, অ্যালেস্টার কুক, অ্যান্ড্রু স্ট্রস, ডেভিড লয়েডের মতো ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারর রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মোতেরার পিচ নিয়ে। এই অবস্থায় সংবাদিক সম্মেলনে অশ্বিনকে তৃতীয় টেস্টের পিচ ভালো ছিল কিনা, এই নিඣয়ে প্রশ্ন করা হলে রবিচন্দ্রন পালটা প্রাশ্ন করে বসেন যে, কে বলে দিয়েছে কোনটা ভালো পিচ আর কোনটা খারাপ?
অশ্বিন বলেন, ‘আমার একটা পালটা প্রশ্ন রয়েছে। ভালো পিচ কোনটাকে বলে? কে এটা (কোনটা ভালো পিচ) নির্ধারণ করেছে? বোলাররা ভালো বল করতে চায়, ম্যাচে ব্যাটসম্যানরা রান করতে চায়, এই নিয়েಌ কোনও প্রশ্নই নেই। তবে কোনটা ভালো পিচ, ভালো পিচ কেমন হবে, সেই সংজ্ঞা কে নির্ধারণ করেছে? প্রথম দিনে পেসাররা ভালো বল করবে, তারপর দু'দিন ব্যাটসম্যানরা রান করবে, শেষ দু'দিন স্পিনাররা সাহায্য পাবে, এমন নিয়ম কে তৈরি করেছে?'
অশ্বꦏিন আরও বলেন, ‘আমাদের এমন ধারণার বাইরে বেরোতে হবে। যদি আমাকে জিজ্ঞাসা করেন তৃতীয় টেস্টের পিচ ভালো ছিল কিনা, তবে আমি বলব ইংল্যান্ডের কোনও ক্রিকেটারকে পিচ নিয়ে অভিযোগ করতে দেখিনি। একটা ভালো ক্রিকেট ম্যাচ আশা করা উচিত, পিচ নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।