বাইশ গজের কুসংস্কার সম্বন্ধে অনেকেরই জানা। ক্রিকেটাররা কী ভাবে মাঠে নামবে, ম্যাচের আগে কী করব𝓡ে সবকিছুই নির্ভর করে তাদের মানসিকতার উপর। যদি কোনও ক্ষেত্রে, কোনও বিষয় ক্রিকেটারদের পক্ষে না গিয়ে বিপক্ষে যায়, তখনই সেটা কুসংস্কারে রূপান্তরিত হয়ে🥂 যায়। আর বাইশ গজে এই রকম কুসংস্কার বহু ক্ষেত্রে দেখা যায়।
সাম্প্রতি এক সাক্ষাৎকার নিজের এমনই এক কুসংস্কারের কথা জানালেন ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল। তিনি জানিয়েছেন কখনই ইনিংস শুরু করার জন্য সতীর্থকে স্ট্রাইক নেওয়ার অনুরোধ করবেন না তিনি। ভারতের এই ওপেনার ব্যাটসম্যান নিজের অভিজ্ঞ🦄তার কথা জানিয়েছেন।
আসলে টেস্ট ক্রিকেটে অভিষেক করার🌳 পর থেকে একবার♛ বাদে কখনই ইনিংস শুরু করার জন্য স্ট্রাইক নেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে একবারই রোহিতের থেকে সম্মতি নিয়ে ইনিংস শুরু করেছিলেন গিল। সেবারই চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপর থেকে কখনই ইনিংস শুরু করতে চাননা শুভমন গিল।
সাক্ষাৎকারে কুসংস্কার নিয়ে প্রশ্ন করতে গিল জানান, ‘আমার অভিষেক ইনিংসের কথা মনে আছে যেখান✱ে আমায় মায়াঙ্ক বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি ✱তুমি চাপে রযেছ তাই আমি স্ট্রাইক নিচ্ছি।’ এবং সে দুটো ইনিংসেই স্ট্রাইক নিয়েছিল। আমি ভেবেছিলাম পরের ম্যাচে আমি স্ট্রাইক নেব কিন্তু সে ম্যাচে মায়াঙ্কের বদলে রোহিত ভাই খেলেছিলেন। তখন রোহিত আমায় বলেছিল, ‘আমি জানি তুমি তরুণ ক্রিকেটার, তাই আমি স্ট্রাইক নিচ্ছি।’ এরপরে ইংল্যান্ড ম্যাচের আগে পর্যন্ত প্রতি ম্যাচেই রোহিত টানা স্ট্রাইক নিতে থাকেন। আমি জানিনা কেন আমি তাঁকে সেই ম্যাচে বলেছিলাম যে আমি স্ট্রাইক নিতে যাব। আমার মনে হয় তৃতীয় না চতুর্থ বলে শূন্য রানে আমি আউট হয়ে যাই। তবে সত্যি আমি আর কখনও এই জিনিসটা করব না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।