সালটা ২০১১, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ একদিকে ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ জেতাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে তখন ব্যাট হাতে দাঁড়িয়ে সেই ছয় দেখছেন যুবরাজ সিং। এই দৃশ্যের ঠিক চার বছর আগে ২০০৭ সালেছিল এক অন্য ছবি। যখন ব্যাট হাতে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি আর অন্যদিকে ব্যাট হাতে তখন বাইশ গজে গাণ্ডব চালাচ্ছেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ꦆব্রডের ছয় বলে ছটি ছক্কা মেরে তখন টি২০ ক্রিকেটে এক অন্য ইতিহাস তৈরি করেছিলেন যুবি। সেই গল্পই এবার জানালেন তিনি। সেই দিন নন স্ট্রাইকে দাঁড়িয়ে যুবিকে ধোনি কী বলেছিলেন সেই ঘটনা থেকেও পর্দা তুললেন।
যুবরাজ জানান, ‘আমার মনে এমএস খুব খুশি ছিলেন। আ꧂পনি যদি দলের অধিনায়ক হন আর আপনার অন্য সতীর্থ ছয়ের পর ছয় হাঁকাচ্ছেন, তাহলে তো আপনি খুশি হবেন এটাই স♏্বাভাবিক। জিততেই হবে এমন একটা ম্যাচে আপনার দলের স্কোর যে তখন বাড়ছে।’
যুবরাজ টি২০ ক্রিকেটে সব থেকে কম বলে ৫০ রান করার কৃতিত্বও অর্জন করেছিলেন। মাত্র ১২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেছিলেন যুবি। টুর্নামেন্টে ভারতের আশা জাগিয়ে রেখেছিলেন তিনি। পরে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিಌল ভারত। যুবি জানান সেদিন তাঁর ও ফ্লিনটফের সঙ্গে তাঁর মাঠের মধ্যে কী ধরনের লড়াই চলছিল। ছয় মারার আগে তাকে তাতিয়ে ছিলেন ফ্লিনটফ। তারপরেই নাকি ছয় মারেন যুবরাজ। স্টুয়ার্ট ব্রডের সবকটা বল যেন আগে থেকেই মেপে নিয়েছিলেন যুবি। তিনি ব্রডের মনকে যেন পড়ে নিয়েছিলেন।🐼 সেই কথাও ব্যাখ্যা করলেন ভারতের প্রাক্তন এই অলরাউন্ডার ব্যাটসম্যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।