নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের হাত ধরে নতুন নজির গড়ে ফেলল জিম্বাবোয়ে। রব𝓰িবার তারা বিশ্ব ক্রিকেটের এলিট ক্লাসে নাম লিখিয়ে ফেলল। এ দিন নামি📖বিয়ার বিরুদ্ধে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলল জিম্বাবোয়ে। এই নিয়ে ১২টি পূর্ণশক্তির টেস্ট খেলিয়ে ক্রিকেট টিমেরই ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গেল।
এই মুহূর্তে ১২টি পূর্ণ-সদস্যের টিম অন্ততপক্ষে ১০০টি ওয়ানডে, ১০০টি টি-টোয়েন্টি খেলে ফেলেছে। নতুন টিম আয়ারল্যান্ড এবং আফগানিস্তান ছাড়া বাকিꦡ সব পূর্ণ-সদস্য ক্রিকেট টিম ১০০টি টেস্টও খেলে ফেলে♉ছে।
রবিবার নামিবিয়া টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় জিম্বাবোয়েকে। নির্দিষ্ট ২০ ওভারে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছিল তারা। ওয়েসলি মাধেভেরে ৩২ বলে ৫০ রান করেছেন। রিচমোন্ড মুতুবামি ২৭ এবং ক্🐽রেইগ আরভিন ২২ করেছেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে নামিবিয়া। মাইকেল ভ্যান লিনজেনের ৫১ এবং অধিনায়ক জেরহার্ড এরাসমাসের ৫৯ রানের হাত ধরে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া।♓ ৬ উইকেটে তারা জিম্বাবোয়েকে হারিয়ে দেয়। নজির গড়ার দিনে তাই শূন্য হাতেই মাঠ ছাড়তে হয় জিম্বাবোয়েকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।