'মিথ্যার ভি꧙তের উপর কখনও একটা গণতনꦍ্ত্র দাঁড়িয়ে থাকতে পারে না।' হিন্দুস্তান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এমনটাই বললেন ফেসবুকের প্রাক্তন আধিকারিক সোফি ঝ্যাং। আগের মতোই সোশ্যাল মিডিয়া সংস্থার অনিরপেক্ষ নীতি নিয়ে ফের মুখ খুললেন তিনি।
এর আগে ২০২০ সালে দিল্লি নির্বাচনের আগে ভুয়ো অ্যাকাউন্ট সরানোর ক্ষেত্রে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। চলতি বছর এপ্রিলে সোফি অভিযোগ করেন, 'দিল্লি নির্বাচনের আগে ফেসবুক এক শ্রেণির ভুয়ো অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু পরে ফেসবুক কর্তারা জানতে পারল যে এর পেছনে🅠 একজন♔ হেভিওয়েট বিজেপি রাজনীতিবিদ রয়েছেন। তখন তাঁরা এই কাজ থেকে পিছিয়ে আসেন।'
তিনি বলেন, 'দুটি কংগ্রেস, একটি আম আদমি পার্টি এবং একটি ভারতীয় জജনতা পার্টির আইটি সেল-স্টাইলের ফেক অ্যাকাউন্টের নেটওয়ার্ক চলছিল।' প্রথম দুটির ক্ষেত্রে পদক্ষেপ করা হলেও বিজেপির ফেক অ্যাকাউন্টগুলিকে ছাড় দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন যে বিজেপির লোকসভার ওই সাংসদ ৫০-৬০টা ফেক অ্যাকাউন্টের একটি নেটওয়ার্ক চালাচ্ছিলেন। সেটা ফেসবুক ব্যবহারকারীরা বারবার রিপোর্ট করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও নেটওয়ার্কটি সরানো হয়নি। তিনি বলেন, 'আম আদমি পার্টির দিল্লিতে একটি নেটওয়ার্ক ছিল। অদ্ভুতভাবে, এই একই নেটওয়ার্ক এক ভিন্ন রাজ্যে কংগ্রেসকে সমর্থনকারী একটি সেলের সঙ্গেও যুক্ত ছিল।' তিনি জানান, এই সব অবৈধ অ্যাকাউন্টগুলি বন্ধ করা হয়েছিল। কংগ্রেসের সাথে সম্পর্কিত দুটি এ🧜বং বিজেপির একটি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল।' লোকসভার সাংসদের নাম প্রকাশ করেননি তিনি।
এ বিষয়ে কংগ্রেস এবং আম আদমি পার্টি কোনও মন্তব্য করেনি। বিজেপির জাতীয় তথ্যপ্রযুক্তি বিভাগের ই🔥নচার্জ অমিত মালব্যর সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
সোফি বলেন, জাল অ্যাকাউন্টের এই ধরনের নেটওয🔜়ার্কগুলি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিকে প্রচার করার জন্য তৈরি হয়। অ্যাকাউন্টগুলি লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার চালায়। বিপুল রিচ তৈরির মাধ্যমে মানুষের মনে প্রভাব ফেলে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সোফি ঝাং বলেন, গণতন্ত্র মিথ্যার ভিতে দাঁড়িয়ে থাকতে পারে না। তিনি বলেন, ভারতের নাগরিকদের যদি তাঁদের 🐷কণ্ঠস্বর শোনাতে হয় তবে সরব হতে হবে। যদি তাঁরা মনে করে যে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলকভাবে সেন্সর করা হচ্ছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে।
বেশ কয়েকজন প্রাক্তন ফেসবুক কর্মী এবং ঠিকাদারিও সোফি ঝ্যাং-এর সুরেই সংস্থার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ কর🍌েছেন।