বাংলা নিউজ > টেকটক > Spam Call Block: এক সেটিংয়েই ব্লক করুন সমস্ত স্প্যাম কল, রইল সহজ উপায়
স্প্যাম কল। আমাদের সবারই ফোনে অজানা বিভিন্ন নম্বর থেকে ফোন 🅰আসে। কখনও বলা হয় ক্রেডিট কার্ড নেওয়ার কথা, কখনও বা অন্য কোনও প্রোডাকটের অফার। স্প্যাম কলের আড়♓ালে হতে পারে প্রতারণার মতো ঘটনাও।
মহামারীর সময় থেকে স্প্যাম কলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ফꦕলে এই সমস্যা থেকꦐে মুক্তির উপায় খুঁজছেন অনেকেই।
আপনি কি 💖জানেন, খালি একটি সামান্য সেটিংস পরিবর্তনের মাধ্যমেই চিরতরে এই স্প্যাম কলগুলি আটকে দেওয়া সম্ভব। কীভাবে? সেটাই জানতে পারবেন এই লিস্টিকেল-এ।
কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে স্প্যাম কল ব্লক করবেন?
- আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Phone অ্যাপটি খুলুন।
- 'More' অপশনে ক্লিক করুন।
- 'Settings'-এ যান।
- এরপরেই 'Spam and Call Screen' বলে একটি অপশন পাবেন। তাতে ট্যাপ করুন।
- 'See caller & spam ID' অপশনটি অন করে দিন।
এই অপশনগুলি দিয়েও লাভ হচ্ছে না? চিন্তা নেই। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে স্প্যাম কল করা নম্বরগুলি আলাদ💟া করে মার্ক করতে পারেন। সেগুলি ম্যানুয়ালি ব্লক করা সম্ভব। এর ⛄জন্য:
- Phone অ্যাপটি খুলুন।
- যে 'Recent' ট্যাব থেকে আপনি যে নম্বরটি ব্লক করতে চান, তাতে ট্যাপ করুন।
- সেখানে 'Block' এবং 'Report Spam' বলে অপশন পেয়ে যাবেন।
টেকটক খবর