স্মার্টফোনের ব্যবসায় ঝাঁপ ফেলছে LG । আগামী ৩১ জুলাইয়ের পর বন্ধ হয়ে যাবে বিক্রি। তাই দামী ফ্ল্যাগশিপ ফোনের স্টক ক্লিয়ার করতে অবিশ্ব🤪াস্য ছাড়ের ঘোষণা করল সংস্থা।
LG Wing স্মার্টফোনটি বাজারে এসেছিল যখন, দাম ছিল প্রায় ৬৯,৯৯০ টাকা।🌱 এবার সেই স্মার্টফোনেরই দাম প্রায় ৪০,০০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফ্লিপকার্টে ২৯,৯৯৯ টাকায় পাবেন এই স্মার্টফোন।
ফ্লিপকার্টে বুধবার দ🧸ুপুর পর্যন্ত এই ফোন Coming Soon হিসাবে দেখাচ্ছে। তবে, মনে করা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে বিক্রি।
LG Wing𒆙-এর অন্যতম বৈশিষ্ট্য নিঃসন্দেহে এর ডুয়াল ডিসপ্লে। তাই প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন সস্তায় কিনতে ꦕহলে এটা একটা বড় সুযোগ।
এক নজরে দেখে নিন LG Wing-এর স্পেসিফিকেশন :
RAM : 8 GB
Internal Memory : 128 GB
Processor : Qualcomm Snapdragon 765G,
Octa Core
ব্যাটারি : 4,000 mAh (25 W ফাস্ট চার্জিং)
ডিসপ্লে : 6.8-inch FHD+
নেটওয়ার্ক : 5G, 4G VOLTE, 4G, 3G, 2G
রিয়ার ক্যামেরা : 64MP ♉প্রাইমারি সেন্সর + 13MP+ 12MP
ফ্রন্ট ক্যামেরা : 32MP
সফটওয়্যার : Android 10
LG স্মার্টফোনে কাস্টমার কেয়ার/সার্ভিস মিলবে?
হ্যাঁ। স্মার্টফোন উৎপাদন বন্ধ হলেও উপভোক্তা পরিষেবা চালু রাখবে সংস্🐎থা।