একদম আলুর মতো দেখতে, পৃথিবীর চাঁদের মতো একাধিক গর্তে ভরা মঙ্গল গ্রহের এই চাঁদ এবার ঘুম কেড়েছে নাসার। ন♏িজের গ্রহের সঙ্গেই নাকি সংঘর্ষ করবে এই অদ্ভুত চাঁদ। চাঁদটির নাম ফোবোস। নাসা যদিও এটির নাম দিয়েছে 'স্পেস পটেটো', গোদা বাংলায় মহাকাশের আলু। এই মহ✃াজাগতিক আলুর ছবি তুলে অনেক কিছুই এদিন জানতে পেরেছে নাসা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছে সবটাই।
মঙ্গল গ্রহের দু'টি চাঁদ আছে
'স্পেস পটেটো'-এর ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে নাসা বলেছে, স্পেস পটেটো ফোবোস মঙ্গল গ্রহের আরও একটি চাঁদ ডেমোসের চেয়ে বড়। এর ꦆব্যাস বর্তমানে প্রায় ১৭×১৪×১১ মাইল। তবে, তা আবার খুব একটা বড়ও নয়। আর ছোট আকারের কারণে,💯 ফোবোসের মাধ্যাকর্ষণ পৃথিবীর চাঁদের মতো খুব একটা শক্তিশালীও নয়।
আরও পড়ুন: (২ সেকেন্ডে ছুটতে পারে ১০০ কিমি পর্যন্ত, ঘণ্টায় গতিবেগ ৪৪৫ কিমি! সেরার স⛦েরা Hybrid ♏Hypercar লঞ্চ করল বুগাটি)
কবে লাল গ্রহের সঙ্গে ফোবোসের সংঘর্ষ হতে পারে
ফোবোস মঙ্গল গ্রহের সঙ্গে সংঘর্ষের পথে এগোচ্ছে। যদিও সেখানে পৌঁছাতে ক🥂িছুটা সময় লাগবে। এটি প্রতি ১০০ বছরে ছয় ফুট হারে লাল গ্রহের কাছাকাছি চলে আসছে। সেই হারে, এই চাঁদ হয় ৫০ মিলিয়ন বছরের মধ্যে মঙ্গল গ্রহে বিধ্বস্ত হবে, নয়💯ত একটি বলয় ভেঙে যাবে।
আরও পড়ুন: (Pushpak: পালকের মতো নেমে এল ‘পুষ্পক’, সফল হল তৃতীয় ও চূড়ꦦান্ত অবতরণ, ইসরোর টুপিতে নয়া পালক)
কীভাবে এত নিখুঁত ছবি তুলেছে নাসা
নাসা আরও বলেছে যে ছবিটি উচ্চ-রেজোলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট ক্যামেরা দ্বারা মার্স রিকনেসেন্স অরবিটারে তোলা হয়েছে, যা ২০০৬ সাল থেকে মঙ্গল গ্রহ নিয়ে অধ্যয়ন করছে। নাসার তোলা ছবিটিতেও ভালো ভাবে দেখা গিয়েছে, মঙ্গলগ্রহের চাঁদ ফোবোস বাদামী-লাল রঙে🗹র। অসংখ্য গর্তে ভরা, প্রায় সমস্ত আকারের বেশ কয়েকটি গর্ত রয়েছে। এর স্টিকনি ক্র্যাটারের পাশে একটি সাদা প্যাচও দৃশ্যমান, এটির ডানদিকে একটি বিশেষভাবে বড় গর্ত রয়েছে।
নাসা এই ছবিটি পোস্ট করার পর থেকে নেটিজেনরাও বেশ উৎসাহিত বোধ করছেন। একজন ব্যবহারকারী 𝄹মন্তব্য করেছেন, কে মহাকাশে আলু লাগিয়েছে? অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আমরা মহাকাশে আলু খুঁজে পেয়েছি। আরও একজন বলেছেন, আচ্ছা বাচ্চা, আমার মনে হচ্ছে যে আমি নিজেজে মহাকাশে পৌঁছে গিয়েছি।