সম্প্রতি ভারতে নতুন Maruti Brezza 2022 লঞ্চ হয়েছে।ౠ ইতিমধ্যেই দেশের গাড়ির বাজারে শোরগোল ফেলে দিয়েছে এই গাড়ি।
এখনও পর্যন্ত নতুন SUV-র ৪৬,০০০ বুকিং হয়েছে। অবস্থা এমনই যে, এখন গাড়ি পেতে হলে ক্রেতাদের ৪ মাস ধরে অপেক্ষা কꦐরতে হবে। অ൩পেক্ষার সময় কমাতে উৎপাদন বাড়াচ্ছে মারুতি সুজুকি।
নতুন ব্রেজার দাম ৮ লক্ষ টাকা থেকে ১৩.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম দিল্লি)। মাত্র ১.৬০ লক্ষ টাকা ডাউনপেমেন্ট করেই বাড়িতে আনতে পারবেন নতুন ব্রেজা। কীভাবে? জানতে হলে ক্লিক করুন এই লিঙ্কে।
নতুন ব্রেজা✤ ২০২২-এ ডিজাইন এলিমেন্টে নজর দিয়েছে মারুতি সুজুকি। আগের পুরনো স্টাইলের 𝄹হেললাইট সরিয়ে দিয়েছে মারুতি। তার বদলে আধুনিক লুকস দেওয়া হয়েছে ব্রেজাতে। এবার যেন সত্যিই আপার সেগমেন্টের প্রিমিয়াম গাড়ি লাগছে ব্রেজাকে।
ব্রেজাতে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি সহ ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিনের একটি আপডেটেড ভার্সান রাখা হয়েছে। পেট্রোল ইউনিটটি ১০৩PS এবং ১৩৭Nm-এ রেট করা হয়েছে। সিক্স-স্পিড ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশন🍎ের অপশন পাবেন।
বেস ভেরিয়েন্টেও রিয়ার এসি ভেন্ট, ই💫এসপি (ইলেক্ট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম), এবং হিল হোল্ড অ্যাসিস্🧸টের মতো কিছু আপমার্কেট ফিচার্স পাবেন। এক কথায় যা বেশ ভালো অফার।