চলতি ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের ন🥃াম জানেন? শাওমির রেডমি 9A(Xiaomi Redmi 9A) এই স্থান অর্জন করেছ🐼ে। কাউন্টার পয়েন্ট রিসার্চ নামে এক সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০২১-২২-এর প্রথম কোয়ার্টারে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় এটি এক নম্বরে।
গত ২০২০ সালে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi Redmi 9A । এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট-কে মাথা🍸য় রেখেই প্রকাশ হয়েছিল এই স্মা🔥র্টফোন। আর সেই বাজার দখলে যে এই ফোন বড় ভূমিকা নিয়েছে, তা বলাই বাহুল্য।
রিপোর্ট অনুয༺ায়ী, বিশ্বে লো-বাজেট সেগমেন্টের ১৯%-ই শাওমির দখলে। অর্থাত্ বিশ্বে প্রতি ৫টা বাজেট স্মার্টফোনের মধ্যে একটি শাওমির।
তাছাড়া দাম হিসাবে এর স্পেশিফিকেশনও যথেষ্ঠ সন্তোষজনক। বিশেষ করে এই দামে ৫,০০০ mAh ব্যা💟টারি সত্যিই আ🎉কর্ষণীয়।
এক নজরে দেখে নিন Xiaomi Redmi 9A-এর স্পেসিফিকেশন :
RAM : 2 GB
Internal Memory : 32 GB
Processor : Mediatek Helio G25 octa core processor
ব্যাটারি : 5000 mAh
ডিসপ্লে : 6.53-inch FHD+ AMOLED
রিয়ার ক্যামেরা : 13 MP
দাম : Xiaomi Redmi 9A-র দাম শুরু হচ্ছে ৭,১২৪ টℱাকা থেকে ()