🅠দিল্লি প্রচারে বিতর্কিত মন্তব্য করায় সংসদে অধীর, ওয়েইসির তোপের মুখে অনুরাগ
Updated: 03 Feb 2020, 01:56 PM ISTবাজেটের পরে প্রথম সংসদ বসেছে। অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা নয়, আসন্ন দিল্লি নির্বাচনের প্রভাব পড়ল লোকসভায়। জামিয়া ও শাহিন বাগে গুলি চলার পরিপ্রেক্ষিতে অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল হল নিম্নকক্ষ। দিল্লি বিধানসভা প্রচারে গিয়ে অনুরাগ বলেন দেশের বিরুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের গুলি মারা উচিত। তার নাম তারকা প্রচারকের তালিকা থেকে কেটে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ৭২ ঘণ্টা তিনি প্রচার করতে পারবেন না বলেও জানিয়েছে কমিশন। কিন্তু এতে সন্তুষ্ট নয় বিরোধীদের। এদিন অধিবেশন শুরু হওয়া মাত্রই বিরোধী সাংসদরা🥀 স্লোগান দিতে শুরু করেন যে গুলি মারা বন্ধ করো। জামিয়া ঘটনার তীব্র নিন্দা করেন আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেন যে সরকারের লজ্জা হওয়া উচিত। লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীও মোদী সরকারকে একহাত নেনཧ ও বলেন যে বিজেপি নেতারা নকল হিন্দু!