বাংলা নিউজ >
দেখতেই হবে >
এ কোন অশনি সংকেত! আচমকা আকাশ গাঢ়-লাল হতেই আতঙ্ক ছড়াল এই এলাকায়, কী ঘটে গিয়েছে?
Updated: 10 May 2022, 11:13 PM IST
লেখক Sritama Mitra
আচমকা বিকেলের আকাশ গাঢ় লাল হতে শুরু করে। রক্তবর্ণ... more
আচমকা বিকেলের আকাশ গাঢ় লাল হতে শুরু করে। রক্তবর্ণ এই আকাশ দেখে শিউরে ওঠেন এলাকাবাসী। এই দৃশ্য চিনের সাংহাইয়ের কাছে জৌশানের। একেতেই চিন জুড়ে ক্রমাগত চাগাড় দিয়ে উঠছে কোভিডের আতঙ্ক। তার মাঝে আচমকা বিকেলের আকাশ লাল হতেই একাধিক প্রশ্ন জড়ো হতে থাকে জৌশানের বাসিন্দাদের মধ্যে। চিনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে এই লাল আকাশের ছবি উঠে আসতে থাকে। তবে জানা যায় এগুলি পুরুস্তরের ধোঁয়াশা। তবে একদিকে কোভিডের আতঙ্ক, অন্যদিকে এই লাল আকাশ,সবমিলিয়ে বাসিন্দারা এমন ঘটনায় বেশ হতচকিত।