Updated: 03 Jun 2020, 01:15 PM IST
লেখক Priyanka Mukherjee
ইতিমধ্যেই মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের কিছুটা দক্ষিণে মুরুদ এবং রেভদান্দার মাঝে স্থলভূমিতে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ। পুরো স্থলভূমিতে প্রবেশ প্রক্রিয়া সম্পূর্ণ হতে ঘণ্টা তিনেক সময় লাগবে। জানিয়েছে ভারতীয় মৌসম ভবন।এই ঘূর্ণীঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মহারাষ্ট্র জুড়ে।এই কঠিন পরিস্থিতিতে আমচি মু্ম্বইকে সতর্ক করলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা প্রকাশ করে বিএমসি(BMC)-র নির্দেশিকা বিস্তারিকভাবে জানান ৫২ বছর বয়সী এই তারকা। এই সময় মুম্বইবাসীকে অকারণে বাড়ির বাইরে ঘোরাফেরা না করার আহ্বান জানিয়েছেন অক্ষয়।পাশাপাশি কোনওভাবেই সুমদ্র সৈকতে না যাওয়ার কথা বলেন তিনি। ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করবার কথা বলেন খিলাড়ি কুমার।