Updated: 25 Aug 2020, 01:29 PM IST
লেখক Ayan Das
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'মনস্তাত্ত্বিক ময়নাতদন্ত' করবে সিবিআই। সূত্র উদ্ধৃত করে একথা জানিয়েছে এনডিটিভি। সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিবিআইয়ের 'সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি' (সিএফএসএল) ময়নাতদন্ত করবে। তার মাধ্যমে প্রয়াত অভিনেতার জীবনের যাবতীয় দিক খতিয়ে দেখা হবে। পাশাপাশি তাঁর মেজাজ পরিবর্তন, আচার-আচরণ, ব্যক্তিগত ব্যবহার কেমন ছিল, তাও বোঝা যাবে। এই নিয়ে তৃতীয়বার এরকম জটিল তদন্ত উপায় ব্যবহার করা হচ্ছে। এর আগে, সুনন্দা পুষ্কর মৃত্যু মামলা এবং বুরারি গণ-আত্মহত্যার তদন্তে সেই উপায় ব্যবহার করা হয়েছিল। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -