বাংলা নিউজ >
দেখতেই হবে >
মারামবুরু পুজো: নিষিদ্ধ মহিলা প্রবেশ,২০০ বছরের ঐতিহ্যে লুকিয়ে রয়েছে কোন ইতিহাস
Updated: 17 Jan 2022, 11:03 PM IST
লেখক Sritama Mitra
২০০ বছরের ঐতিহ্য ধরে রেখে পুরুলিয়ার চড়িদায় জমতে ল... more
২০০ বছরের ঐতিহ্য ধরে রেখে পুরুলিয়ার চড়িদায় জমতে লাগে পুরুষভক্তদের ভিড়। উপলক্ষ্য মারামবুরু পুজো। এই পুজোয় মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় সংলগ্ন চড়িদা গ্রামের এই পুজো ২০০ বছরের পরম্পরাকে ধরে রেখে চলে আসছে। পুজোতে পুরুষরা সাদা পোশাক পরেন। উল্লেখ্য, মারামবুরু কথার অর্থ হল বড় পাথর। আর তাঁকেই পুজো করা হয় এখানে। ইতিহাস বলে আগে এখানে নাচনি নাচতেন। তখন পাহাড়ের উপর চলত উৎসব। তবে একবার নাচনি ভুলে যান, তাঁর সামগ্রী। এরপর তা নিতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে উৎসব পাহাড়ের নিচেই সম্পন্ন হবে বলে স্থির হয়। এরপরই দেখা যায়, পূজ্য পাথরও নেমে আসে পাহাড়ের নিচে। ইতিহাস ও পরম্পরাকে বুকে নিয়ে এই পুজো আজও নিয়ম মেনে পালিত হয়।