বাংলা নিউজ >
দেখতেই হবে >
ISRO RLV Video: রবির সকালে মাইলস্টোন ছুঁল ইসরো! তৃতীয় পরীক্ষাতেও সফল RLV 'পুষ্পক'
Updated: 23 Jun 2024, 07:52 PM IST
Sritama Mitra
আরও একবার সাফল্যের মাইলফলক ছুঁয়ে ফেলল ইসরো। ইসরোর 'রিইউজেবল লঞ্চ ভেহিক্যাল', যার নাম 'পুষ্পক' তার সফল অবতরণ হল রবিবার। 'রিইউজেবল লঞ্চ ভেহিক্যাল' অর্থাৎ পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশ যান। 'রামায়ণ' এর সঙ্গে যোগসূত্র রেখে তার নামকরণ হয়েছে 'পুষ্পক'।RLV LEX-03 নামে পরিচিত মিশনটি কর্ণাটকের চিত্রদূর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে পরিচালনা করা হয়। ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার এই পরীক্ষামূলক পদক্ষেপের অংশ। আর সব মিলিয়ে এর চূড়ান্ত বারের পরীক্ষায় সফল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো বলছে, এবারের পরীক্ষাটি হয়েছিল আরও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে।