বাংলা নিউজ >
দেখতেই হবে >
কাশ্মীর: জঙ্গি হামলায় নিহত ভিলেজ ডিফেন্স গার্ড, পাল্টা সোপোরে ফোর্স গুলিতেও নিহত ২ জঙ্গি
Updated: 08 Nov 2024, 08:04 PM IST
Laxmishree Banerjee
জম্মু-কাশ্মীরে কি ফের বাড়ছে সন্ত্রাসবাদ। প্রাণ যাচ্ছে একাধিক নিরীহের। ভয়ে আতঙ্কে তটস্থ স্থানীয় বাসিন্দারা। সন্ত্রাসবাদীদের দমনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সম্প্রতি, দুই প্রতিরক্ষা রক্ষীর হত্যার বিরুদ্ধে দোহার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অনেকেই। এদিকে, সোপোরের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই জঙ্গি। তল্লাশি অভিযানে অস্ত্র সহ উদ্ধার করা হয়েছে গোলাবারুদও। আরও তথ্যের জন্য অনুসন্ধান চলছেই। ২ জনের মৃত্যুর পর রাজৌরির নওশেরার সীমান্ত গ্রামগুলোতে ডিফেন্স গার্ডেরাও রয়েছেন হাই অ্যালার্টে।