বাংলা নিউজ >
দেখতেই হবে >
Jagadhatri Puja 2024: ১২ কেজি গয়নায় সজ্জিত কৃষ্ণনগরের বুড়িমা, রইল রাজবাড়ির জগদ্ধাত্রীর রূপও
Updated: 10 Nov 2024, 08:07 PM IST
Laxmishree Banerjee
রাজ্যপাটের দিন কবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা, সেই রীতি-নীতি। রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও একইরকম উন্মাদনা রয়েছে কৃষ্ণনগরবাসীর মনে। রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাসও রয়েছে। এখানে মা তামসিক রূপে পূজিত হন। রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোর শুরু। আজও রীতি মেনে কৃষ্ণনগরের প্রত্যেক বারোয়ারী পুজো উদ্যোক্তারা, প্রতিমাকে রাজবাড়ী স্পর্শ করিয়ে, তবেই জলঙ্গী নদীতে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন। এদিকে ১২ কেজি সোনা ও রুপোর অলংকারে সুসজ্জিত নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বুড়িমা। পূজোর আগেই ডালি সাজিয়ে দেবীর চরণে পুজো দিতে অসংখ্য ভক্তদের ঢল নামে।