বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata Banerjee Video: 'তাঁরা যে ২ ঘণ্টা আসেননি, আমি তাতেও কোনও অ্যাকশন নেব না', বললেন মমতা
Updated: 12 Sep 2024, 11:01 PM IST
Sritama Mitra
নবান্নে এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও, শেষ পর্যন্ত বৈঠক ভোস্তে যায়। বৈঠকের যাতে লাইভ স্ট্রিমিং হয়, তার দাবি জানান জুনিয়র ডাক্তাররা। তবে সেই দামি নানতে নারাজ ছিল রাজ্য প্রশাসন। এদিকে, এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ২ ঘণ্টার বেশি সময় নবান্নের সভাঘরে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছিলেন। এরপর তিনি বিষয়টি নিয়ে মুখ খোলেন।