বাংলা নিউজ >
দেখতেই হবে >
ঘরে বাইরে >
রাম মন্দিরের জন্য চাঁদা না দিলে, নাৎসিদের মতো চিহ্নিত করে রাখছে RSS, অভিযোগ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Updated: 16 Feb 2021, 04:11 PM IST
HT Bangla Correspondent
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সারা দেশ থেকেই চাঁদা নিচ্ছে আরএসএস-ভিএইচপি। এই নিয়ে এবার আপত্তি তুললেন প্রাক্তন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তিনি বলেন যে যারা চাঁদা দিচ্ছেন না, তাদের বাড়ি আলাদা করে চিহ্নিত করে রাখছে সংঘ পরিবার। হিটলারের সময় জার্মানিতে নাৎসিরা যেভাবে কাজ করত, তার সঙ্গে তুলনা টেনেছেন তিনি। তিনি বলেন যে ইতিহাসবিদরা জানিয়েছেন যে আরএসএসের জন্ম হয় যখন জার্মানিতে নাৎসিরা তুঙ্গে ছিল। তবে সংঘের তরফ থেকে এই কথা অস্বীকার করা হয়েছে।