Updated: 16 Jan 2021, 01:59 PM IST
HT Bangla Correspondent
শনিবার সকালে দেশব্যাপী করোনা টিকাকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। টিকা নিয়ে যাবতীয় সংশয়, প্রশ্ন ওড়ালেন তিনি। মোদী বলেন যে খুব ভালো ভাবে পরীক্ষা করে তবেই দুটি টিকাকে ছাড়পত্র দিয়েছে বিজ্ঞানীরা। তাই চিন্তা করার কিছু নেই। কোনও প্রকারের গুজবে কান না দেওয়ার আর্জি করেন তিনি।
একই সঙ্গে টিকা নিয়ে ভারতের ট্র্যাকরেকর্ডের কথাও উল্লেখ করেন মোদী। তিনি বলেন যে গোটা বিশ্বে বিশ্বাসযোগ্য ভারতীয় টিকা। সারা বিশ্বে শিশুদের যে টিকা দেওয়া হয়, তার ৬০ শতাংশ ভারতে প্রস্তুত করা হয় বলে তিনি জানান। প্রসঙ্গত, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে সরকারি সংস্থা। কিন্তু সেটির এখনও তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল আসেনি। এই নিয়েই প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস ও কিছু বিশেষজ্ঞ। তাদের কথাকে খণ্ডন করতেই প্রধানমন্ত্রীর এই বার্তা বলে মনে করা হচ্ছে।