Updated: 11 Feb 2021, 07:06 PM IST
HT Bangla Correspondent
ভারত-চিন অচলাবস্থা যে অনেকটা কেটে গিয়েছে, বৃহস্পতিবার সংসদের দুই কক্ষেই সেই কথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন যে সমঝোতায় কোনও ক্ষতি হয়নি ভারতের। নিজেদের এক ইঞ্চি জমিও যে পড়শিদের দেওয়া হবে না, সেই কথা বলেন রাজনাথ সিং। আপাতত প্যাংগং লেকে দুই পক্ষ নিজেদের সেনা সরিয়ে নেবে। তারপর পূর্ব লাদাখের অন্যান্য অঞ্চলে যেখানে বিবাদ আছে, সেগুলি নিয়ে আলোচনা হবে বলে জানান রাজনাথ।
এরপরেই ভারতীয় সেনার তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভারত ও চিন, উভয়ই নিজেদের ট্যাঙ্ক ওই এলাকা থেকে সরিয়ে নিচ্ছে। ধাপে ধাপে দুই পক্ষ প্যাংগং থেকে বাহিনী সরাবে ও সেটি যাচাই করে নেওয়ার পরেই অন্যান্য স্থান নিয়ে আলোচনা হবে।