Updated: 22 Apr 2020, 11:47 AM IST
HT Bangla Correspondent
সাময়িক ভাবে গ্রিন কার্ড দেওয়া বন্ধ করল ট্রাম্প সরকার। আপাতত ৬০ দিন কোনও নয়া পার্মানেন্ট রেসিডেন্সি দেবে না আমেরিকা। তবে যারা অস্থায়ী ভিত্তিতে ওখানে গিয়েছেন, তাদের কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন।
লক্ষ লক্ষ আমেরিকান করোনার জেরে চাকরি হারিয়েছেন। তাদের স্বার্থ রক্ষার্খে লাগাম দেওয়া হল অভিবাসন নীতিতে। তবে এর জেরে ভারতীয় যারা গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছিলেন, আরও লম্বা হবে তাদের প্রতীক্ষা।
ট্রাম্প বলেন আপাতত ৬০ দিনের জন্য এই সিদ্ধান্ত বলবত্ থাকবে। তার পর বিচার করে দেখা হবে সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা। তবে যারা অস্থায়ী ভাবে দেশে আছেন, তাদের অসুবিধা নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক আইটি পেশাদার যারা H1-B ভিসা নিয়ে আমেরিকায় আছেন, তাদের সুবিধা হয়ে গেল।
অভিবাসন রোধ করায় যেসব আমেরিকান চাকরি হারিয়েছেন, তাদের আগে চাকরি খুঁজতে সুবিধা হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রপতি।
প্রায় দুই কোটি আমেরিকান চাকরি হারিয়েছেন করোনাভাইরাসের জেরে। ৫.৬৮ লক্ষ ভারতীয় আমেরিকায় গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন ইতিমধ্যে। আরেকটু বাড়ল তাদের সেই লম্বা অপেক্ষার পালা।