Updated: 19 Jan 2021, 10:02 AM IST
HT Bangla Correspondent
সিন্ধুদেশ নামে আলাদা রাষ্ট্র চাইছেন পাকিস্তানের সিন্ধের বাসিন্দারা। তাদের দাবি ১৯৪৭ সালে দেশভাগের সময় বেআইনি ভাবে পাকিস্তানের হাতে বেআইনি ভাবে তুলে দেওয়া হয়েছিল সিন্ধকে। স্বাধীনতার দাবিতে প্রদেশের সান অঞ্চলে এই মিছিল বেরিয়েছিল জিএম সৈয়দের জন্মবার্ষিকী। সিন্ধ জাতীয়তাবাদের অন্যতম প্রাণপুরুষ ছিলেন সৈয়দ।
প্রসঙ্গত, ১৯৬৭ সালে জিএম সৈয়দ ও পির আলি মহম্মদ রশদির নেতৃত্বেই প্রথম এই আন্দোলন দানা বাঁধে। বর্তমানে সিন্ধে বেশ কিছু স্বাধীনতাপন্থী দল আছে যারা আন্তর্জাতিক মঞ্চে গিয়ে স্বাধীন সিন্ধের দাবি জানাচ্ছে। মিছিলে মোদী ছাড়াও ম্যাক্রো, মার্কেলের মতো বিশ্বনেতাদের পোস্টার নিয়ে চলেছে প্রতিবাদীরা।