Updated: 16 May 2024, 03:12 PM IST
লেখক Abhijit Chowdhury
বুধবার চওড়া হাসি মুখে ভারতের নাগরিকত্বের সংশাপত্র হাতে নিয়েছিলেন ভরত কুমার। সিএএ-র আওতায় যে প্রথম ১৪ জন শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হল, তাঁদের অন্যতম ছিলেন এই ভরত। দীর্ঘ ১১ বছর ধরে এই 'স্বপ্ন' ছিল তাঁর। আর ভোটের মাঝে ভারতীয় নাগরিকত্ব পেয়ে সেই ভরত বললেন, 'মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম'।