Updated: 31 Dec 2019, 11:37 AM IST
HT Bangla Correspondent
গত দশকে টেস্টে দাপটের সঙ্গে খেলেছে ভারত। বিশেষত ঘর... more
গত দশকে টেস্টে দাপটের সঙ্গে খেলেছে ভারত। বিশেষত ঘরের মাটিতে সেই ২০১৩-র পর সব সিরিজ জিতেছে তারা। বিদেশেও এসেছে টেস্ট জয়, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়। কিন্তু তাও রিকি পন্টিংয়ের দশকের সেরা দলে কেবল এক ভারতীয়! বিরাট কোহলি, যিনি ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। নিজের দলের অধিনায়ক হিসাবে কোহলিকে বেছে নিয়েছেন রিকি। প্রথম একাদশে আছেন চার ইংলিশ ক্রিকেটার। মাত্র একজন স্পিনারকে নির্বাচন করেছেন তিনি। সেই স্থানটি প্রত্যাশিতভাবেই নিয়েছেন নাথান লিয়ন। তাই সুযোগ পেলেন না রবিচন্দ্রন অশ্বিন।