Updated: 30 Nov 2024, 11:40 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
পুষ্প অভিষেকের অনুষ্ঠানের জন্য আগের দিন থেকেই রাজ-শুভশ্রীর বাড়িতে চলে প্রস্তুতি। যেখানে শুভশ্রী সহ পরিবারের অন্যান্যদের এক সঙ্গে পদ্ম সহ নানান রঙের ফুল কুচোতে দেখা যায়। শুভশ্রী বলেন, ‘এখানে ইয়ালিনির জন্মদিনের প্রস্তুতি চলছে। কারণ, আমরা সকলেই আধ্যাত্মিক, তাই পুষ্প অভিষেক হবে। আমরা ২ ঘণ্টা ধরে ৫০০টা পদ্ম, ৫০০ টা গোলাপ, ৫০০ টা চন্দ্রমল্লিকা ছাড়াচ্ছি। কারণ এগুলো দিয়েই জগন্নাথ দেবকে স্নান করানো হবে।’ সন্তানদের সু-স্বাস্থ্য ও সুখী-সুন্দর জীবন কামনা করে আজ শনিবার রাজ-শুভশ্রীর বাড়িতে ‘পুষ্প অভিষেক’-এর আয়োজন করা হয়। ইউভান-ইয়ালিনির মা শুভশ্রীর উদ্যোগেই হয়েছে এই আয়োজন। তাঁদের বাড়িতে ইসকন থেকে সন্ন্যাসীরা আসেন। এদিন জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের মূর্তিকে ফুল দিয়ে স্নান করানো হবে। সঙ্গে হয় যজ্ঞ। ফল-মিষ্টি সহ ১২ রকম পদে ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়।