বাংলা নিউজ >
দেখতেই হবে >
দিল্লি হিংসা: গোটা দেশের চুপ থাকাটা দরকার, মত সূর্যবংশীর পরিচালক রোহিত শেট্টির
Updated: 02 Mar 2020, 08:48 PM IST
HT Bangla Correspondent
দিল্লির হিংসায় ইতিমধ্যেই প্রাণ হারিয়ছেন ৪৭ জন। ... more
দিল্লির হিংসায় ইতিমধ্যেই প্রাণ হারিয়ছেন ৪৭ জন। দেশের রাজধানীতে গত এক সপ্তাহে হিংসার যে আগুন জ্বলছে তাঁর আঁচ এখনও গনগনে। সোমবার এই ইস্যুতে প্রশ্ন করা হয় সূর্যবংশীর ট্রেলার লঞ্চে। প্রশ্ন মাঝপথে থামিয়ে দিয়েই পরিচালক রোহিত শেট্টি বলেন, এটা একটা সিরিয়াস ইস্যু। অনেক লোক অনেক কথা বলছে। এই সময় সবচেয়ে জরুরি শান্ত থাকা। এখানে বম্বেতে দাঁড়িয়ে হাসিঠাট্টা করতে করতে এই নিয়ে কথা বলাটা অনেক সহজ। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গোটা হিন্দুস্তানের চুপ থাকা। ওখানে সরকার আছে, আধিকারিকরা আছেন, একজন মুখ্যমন্ত্রী রয়েছেন-তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।