বাংলা নিউজ >
দেখতেই হবে >
হিংসার আগুনে শ্রীলঙ্কা! প্রধানমন্ত্রীর পদত্যাগের পর জ্বালানো হল তাঁর পৈতৃক ভিটে, নিহত বহু
Updated: 10 May 2022, 08:32 PM IST
লেখক Sritama Mitra
কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে শ্রীলঙ্কার আর্থিক বিধ্ব... more
কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে শ্রীলঙ্কার আর্থিক বিধ্বস্ত পরিস্থিতি। নিজেকে ঋণখেলাপি বলে ঘোষণাও করে দেয় সে দেশ। তবে দিনে দিনে অর্থকষ্টের জেরে সেখানে জনরোষ প্রবল আকার নেয়। সদ্য সেদেশের প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসা পদত্যাগ করেন। তারপর সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে তুমুল সংঘাতের ছবি উঠে আসে। এক সাংসদের মৃত্যু হয় হিংসার জেরে। আগুন ধরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়িতে। শ্রীলঙ্কার কুরুনেগালা ও হামবানতোটায় দুটি বাসভবনে আগুন ধরায় ক্ষিপ্ত জনতা। ক্ষুব্ধদের দাবি, রাজাপাকসের পরিবার যেন শ্রীলঙ্কার গদি থেকে চিরকালের জন্য সরে যায়। তাঁদের দাবি এই রাজনৈতিক পরিবার সেদেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। বিতর্কিত রাজাপাকসা মিউজিয়ামেও আগুন লাগানো হয়। সেখানে রাজাপাকসার পরিবারের সদস্যদের মোমের মূর্তি টুকরো করে ভাঙা হয়। বহু সাংসদের বাড়িও ভাঙা হয়। লাগিয়ে দেওয়া হয় আগুন। দিকে দিকে চলে প্রবল পাথর বৃষ্টি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনায় মৃতের সংখ্যা ৫। আহত হয়েছেন ২০০ জন। পরিস্থিতি কিছুতেই বাগে আনতে পারছে না নিরাপত্তা বাহিনী।