Updated: 05 Dec 2019, 09:51 AM IST
HT Bangla Correspondent
এবার স্বচ্ছ ভারত প্রকল্পে রাজকীয় ছোঁয়া। তাও আবার ভ... more
এবার স্বচ্ছ ভারত প্রকল্পে রাজকীয় ছোঁয়া। তাও আবার ভারতের কোনও রাজা নয়, সুইডেনের রাজা-রানী এসে সাফ করলেন মুম্বইয়ের ভারসোভায় সমুদ্রতট। জনসচেততা বৃদ্ধির জন্যই এই অভিনব উদ্যোগ রয়্যাল দম্পতির। বর্তমানে পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন সুইডেনের ফার্স্ট কাপল। রাজা ষষ্ঠ কার্ল গুস্টাফ ও রানী সিলভিয়া সমুদ্রতট সাফ করেন। ওখানে উপস্থিত ভলান্টিয়ারদের সঙ্গেও কথা বলেন।এর আগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। রাষ্ট্রপতি ভবনে তাঁদের সম্মানে বিশেষ ভোজেরও আয়োজন করা হয়েছিল।