Updated: 17 Feb 2020, 11:25 AM IST
HT Bangla Correspondent
যে কেউ চাইলে আমার সঙ্গে দেখা করতে পারে নাগরিকত্ব স... more
যে কেউ চাইলে আমার সঙ্গে দেখা করতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আলোচনা করতে । এই কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর সুযোগ নিয়ে রবিবার দুপুরবেলা শাহর সঙ্গে দেখা করতে দিল্লির রাস্তায় মিছিল করলেন শাহিনবাগের প্রতিবাদীরা। মিছিলের পুরোভাগে শাহিনবাগের সেই বিখ্যাত দিদিমারা, যারা বয়সের পরোয়া না করেই সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন। কিন্তু যাওয়াই সার। অনুমতি নেই, তাই দেখা মিলল না অমিত শাহর। তাঁর বাসস্থানের অনেক আগেই প্রতিবাদীদের ফিরিয়ে দিল পুলিশ। হাতজোড় করে পুলিশের বিনতি, দয়া করে ফিরে যান। দিদিমারা পরম স্নেথে জড়িয়ে ধরলেন পুলিশ কর্তাদের। দুই পক্ষই নিজের নিজের অবস্থানে অনড়। কিন্তু বৈরিতা নেই, আছে সৌজন্যের আদানপ্রদান। মৈত্রীর নয়া অধ্যায় রচিত হল রবিবারের রাজধানীতে। দিদিমাদের আশা, কয়েকদিনের মধ্যেই মিলবে অমিত সাক্ষাত।