ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী তিনি। সেই অভিজিৎ সাও💜য়ান্ত সম্প্রতি একটি বিস্ফোরক দাবি করে বসেছেন। জানিয়েছেন তিনি বিয়ের পরেও ডেটিং অ্যাপে মেয়েদের সঙ্গে চ্যাট করতেন, এবং অবশ্যই স্ত্রীকে লুকিয়ে।
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো 🎀কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী জানিয়েছেন অভিজিৎ?
বিয়ের পরেও স্ত্রী শিল্পা সাওয়ান্তকে লুকিয়ে ভুয়ো নামে ডেটিং অ্যাপ ব্যবহার করতেন অভিজিৎ সাওয়ান্ত। শুধু তাই নয় রাত রাত জেগে কথা বলতেন বিভিন্ন মেয়েদের সঙ্গে। আর এই কথা তিনি নিজেই সম্প্রতি স্বীকার🔯 করেছেন। এই বিষয়ে তাঁর স্ত্রী ঘুণাক্ষরেও কিছু জানেন না বলে দাবি করেন গায়ক।
অভিজিৎ জানিয়েছেন বিয়ের কিছু বছর পর তিনি ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করেন। তিনিনজখন আমেরিকায🍸় ছিলেন তখন তাঁর এক বন্ধুর মাধ্যমে এই বিষয়ে জানতে পারেন। হিন্দি রাশকে দেওয়া এই সাক্ষাৎকারে অভিজিৎ জানিয়েছেন, 'আমার সব বিষয়ে দারুণ কৌতুহল। আমি খুব কৌতূহলী। আমি যখন আমেরিকায় ছিলাম আমার এক বন্ধুর সঙ্গে তখন ও আমায় বলে যে দেখ এটা একটা নতু🤪ন অ্যাপ। এটা ডেটিংয়ের জন্য। আমি তখন ওখানে প্রোফাইল বানাই। সেটা এখনও আছে।'
অভিজিৎ সাওয়ান্ত জানিয়েছেন তিনি যে হামেশাই এই অ্যাপ ব্যবহার করতেন তেমনটা নয়। তাঁর কথায়, 'আমি মাঝে মাঝে ওই অ্যাপ খুলতাম, দেখতাম কী কী হয় সেখানে। আমি নিজের নামেই ওখানে ছিলাম। সব ঠিকই ছিল। আমার স্ত্রীও জানত না কিছু। কিছু করিনি, কারও সঙ্গে দেখা করিনি, কিছুই না।' তবে একদম ব্যবহার করতেন না যে সেটাও নয়। অভিজিতের কথায়, ' ম্যাচ আসত। কথা হতো। ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। আমার কথা বলার খুব শখ, আর মেয়েদের সঙ্গে বিভি൲ন্ন বিষয়ে গভীর আলোচনা করা যায়। আমি অনেক কথা বলতাম। ওখানে ২-৩ জন এমন মানুষ পেয়েছিলাম যাঁরা বেশ ভালো কথা বলতেন। এরপরই বিষয়টা জানাজানি হয়ে যায়। টুইটারে কেউ জানিয়ে দেয় যে আমার অ্যাকাউন্ট আছে ওখানে, আমার স্ত্রী তখন জেনে যায়, ও তো বেচারা জানত না টিন্ডার কী। আমিও ভাবি যে বিষয়টা ঠিক দেখাচ্ছে না।'
আরও পড়ুন: 'ꦍকথা দিয়েছিলাম আরও শ🌜ক্তিশালী হয়ে ফিরব', কী ঘোষণা করলেন শ্রেয়া?
প্রসঙ্গত অভিজিৎ সাওয়ান্ত এবং তাঁর স্ত্রী শিল্পা একে অন্যকে ছোটবেল🅠া থেকেই চেনেন। তাঁরা ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দু♋টো সন্তান আছে সোনালি এবং অমিত সাওয়ান্ত।