ফের বিনোদন জগত হারাল এক প্রতিভাবান অভিনেতাকে। প্রয়াত হলেন ‘থ্রি ইডিয়টস’ খཧ্যাত অভিনেতা মাধব ভাজে। ৮৫ বছর বয়সে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই অভিনেতা। অভিনেতার এই প্রয়াণে শোকস্তব্ধ গোটা বল🅷িউড।
১৯৪৯ সালের🐈 ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি। তবে শুধুমাত্র অধ্যাপক হিসাবে নয়, একজন অভিনেতা তথা পরিচালক হিসেবেও তিনি বহুবার বহুসম্মানে💖 সম্মানিত হয়েছেন।
আরও পড়ুন: কণ্ঠস্বর থেকে হাঁটাচলা সবই ছিল ‘মেয়েদের 💧মতো’, নিজেকে কীভাবে পাল্টেছিলেন করণ জোহর?
আরও পড়ুন: ‘দেশ মেরে’ হোক বা ‘মা তুঝে 🎉সালাম’, এই ১০ দেশপ্রেমের গান, 🎐যা আজও গায়ে দেয় কাঁটা
রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় অসামান্য অভিনয়ের জন্য একাধ🧸িক সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। ভারতীয় এবং পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা♏ করার পাশাপাশি তিনি গোয়া কলা অ্যাকাডেমির নাট্য বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বহুকাল।

আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির একজন সদস্য ছিলেন এই ꧟অভিনেতা। শুধু তাই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা পত্র উপস্থাপন করেছিলেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: মিস ওয়া♏র্ল্ডের অনুষ꧃্ঠানে পুরস্কৃত হবেন 'মানবিক' সোনু! কেন?
আরও পড়ুন: 'ইরফান খা✤নের ছেলে হওয়া...', বাবিলের ভিডিয়ো দেখে কেঁদে ভাসালেন প্রতীক বব্বর, কী বললেন?
বলিউড ছাড়াও মারাঠি ছবিতে ক🌞াজ করেছিলেন মাধব ওয়াজে। তাঁর পরিচালিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত বেশ কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি হিট বলিউড ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।