গত ২৪ মার্চ ২০২৫, একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। আথিয়া এবং 🐻কে এল রাহুল নিজেদের প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন ইভারা। কাজের পাশাপাশি এখন অবসর সময় শুধুই নাতনিকে নিয়ে সময় কেটে যায় সুনীলের। তবে সম্প্রতি সন্তান প্রসবের সময় মেয়ের বড় সিদ্ধান্ত নিয়ে গর্ব প্রকাশ করেন অভিনেতা।
সম্প্রতি ন𒊎িউজ ১৮ - এর সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীল জানান, সি সেকশন নয়, বরং প্রাকৃতিক উপায়ে মা হওয়ার বিকল্প বেছে নিয়েছিলেন আথিয়া। মেয়ের এই সিদ্ধান্ত নিয়ে গর্ব প্রকাশ করতেও শোনা গেল অভিনেতাকে।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়েছেন♋ এই তারকা, কে বলু𒀰ন তো?
আরও পড়ুন: বলিউডের স🤪ব থেক🧸ে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যার বাজেট বাহুবলী, পুষ্পা-র থেকেও বেশি
মেয়ের প্রশংসায় প✅ঞ্চমুখ হয়ে সুনীল বলেন, ‘এখন আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে প্রায় প্রত্যেকেই সিজারের বিকল্প বেছে নেয়। তবে আমার মেয়ে স্বাভাবিক প্রসব করার বিকল্প বেছে নিয়েছিল। আমার মনে আছে, নার্সিংহোমে প্রত্যেক নার্স এবং শিশু বিশেষজ্ঞ আমায় বলেছিলেন, কীভাবে সম্পূর্ণ প্রক্রিয়ায় আথিয়া সাহসিকতা দেখিয়েছে। একজন বাবা হিস⭕াবে আমার ভীষণ গর্ব হয়েছিল।’
আথিয়াকে একজন অসাধারণ মা হিসেবে বর্ণনা করে সুনীল বলেন, ‘আমার স্ত্রী একজন অসাধারণ নারী, খুব সম্ভবত আথিয়া মায়ের থেকেই সমস্ত গুণ পেয়েছে। আমি আবারও একবার বলতে চাই, আথিয়া একজন অসাধারণ মা। এই কয়েক মাসে একবারও ও কাউকে বলেনি যে ও ক্লান্ত হয়ে পড়েছে, কষ্ট হচ্ছে বা কো꧟নও চাপ অনুভব করছে।’
সুনীল বলেন, ‘প্রত্যেক বাবার মতো আমিও ভেবেছিলাম আমার মেয়ে এখনও ছোট রয়েছে, কিন্তু ও যেভাব𝕴ে মাতৃত্বকে সামলেছে, তা এক কথায় অবিশ্বাস্য। নতুন জীবনের সঙ্গে ভীষণভাবে মানিয়ে নিয়েছে ও। সনꦿ্তান প্রসবের পর থেকেই একাই সবকিছু সামলাচ্ছে, ওর জন্য আমি সত্যি ভীষণ ভীষণ খুশি।’
আরও পড়ুন: কাজ সাম🐠লেও বাড়ির দিকে কড়া নজর ক্যাটের,👍 জন্মদিনে মজার অভিজ্ঞতা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন 𓆉সিঁদুর নিয়ে সহকর্মীদের নীরবতায় সোচ্চার প্রীতি, বললেন, 'সবার🅷 মতামত...'
প্রসঙ্গত, গত ২৪ মার্চ কন্যা সন্তানের জন্ম হওয়ার পর নবজাতকের নাম প্রকাশ্যে আনেন রাহুল এবং আথিয়া। মেয়ের মুখ আড়াল করে ছবি পোস্ট করে ক্যাপশনে ক্রিকেটার লিখেছিলেন, ‘আমাদের কন꧂্যা, আমাদের সবকিছু, ইভারা - ঈশ্বরের উপহার।’
প্রসঙ্গত, সুꦍনীলকে আগামী দিনে ‘কেশরী বীর’ ছবিতে দেখা যাবে। এই ঐতিহাসিক অ্যাকশন ছবিটি পরিচালনা করেছেন প্রিন্স ধীমান। এই সিনেমার হাত ধরে বলিউডে ফিরে এলেন সুরজ পাঞ্চোলি। সিনেমায় আরও অভিনয় করছেন বিবেক ওবেরয়, বরখা বিষ্ট, অরুণা ইরানি এবং আকাঙ্ক্ষা শর্মা। ছবিটি ২৩ মে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা।