শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের অন্যতম স্টাইলিশ বাঁহাতি ব্যাটার ছিলেন ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপজয়ী যুবরাজ সিং। মারকুটে স্বভাবের এই ব্যাটার দীর্ঘদিন হল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যখন খেলতেন তখন ২২ গজকে কার্যত শাসন করতেন ব্যাট হাতে। বিশেষ করে পেসারদের বিরুদ্ধে অবলীলায় হাকাতেন চার, ছক্কা। সেই যুবরাজ সিং ফের একবার ২২ গজে ফিরছেন। তার আগে অনুশীলন করে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। সেই অনুশীলনের কিছু ক্লিপিং তিনি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অতীতের মতো অবলীলায় ছক্কা হাঁকাচ্ছেন তিনি। যা দেখে মুগ্ধ স্বয়ং ব্রায়ান লারাও।
আরও পড়ুন: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে খুঁজে পেলেন পূজারা, গড়লেন নজির
প্রসঙ্গত ১৬ সেপ্টেম্বর ফের একবার ২২ গজে দেখা যাবে যুবরাজকে। কলকাতার ইডেন গার্ডেনে তিনি ইন্ডিয়ান মহারাজা দলের হয়ে নামবেন ওয়ার্ল্ড জায়ান্টস দলের বিরুদ্ধে। লেজেন্ডস লিগ ক্রিকেটের তরফে ভারতের ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। সেই উদ্দেশ্যেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন যুবি। যখন খেলতেন যে রাজকীয় ভঙ্গিমায়, অবলীলায় বোলারদের ছয় হাকাতেন সেই এক ভঙ্গিমায় ফের একবার ধরা দিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।