চলতি বছর অগস্ট মাসে একাধিক গুরুত্বপূর্ণ ব্রত ও🌱 উৎসব রয়েছে। রাখী, জন্মাষ্টমী অᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚগস্ট মাসেই অনুষ্ঠিত হবে। অগস্ট মাসের সমস্ত উৎসব ও ব্রতের তালিকা দেখে নিন এখানে—
কামিকা একাদশী- ৪ অগস্ট কামিকা একাদশী ব্রত পালিত হবে। শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী বিষ্ণুকে সমর্পিত। এই একাꦅদশী কামিকা একাদশী নামে পরিচিত।
প্রদোষ ব্রত- ৫ অগস্ট, বৃহস্পতিবার শ্রাবণ মাসের প্রদোষ ব্রত। প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে এই ব্রত পালিত হয়। এদিন উপবাস থাকলে শিবের আশীর্বাদ 💖ল෴াভ করা যায়।
শ্র𓆏াবণ অমাবস্যা- ৮ অগস্ট শ্রাবণ অমাবস্যা। এদিন পবিত্র নদীতে স্নান করা হয়। অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কাজ কღরা হয়।
হরতালিকা তীজ- ১১ অগস্ট বুধবার এই তীজ পালিত হবে। শ্রাবণ শুক্লপক্ষের তৃতীয়ার দিনে এই তীজ পালিত🃏 হয়। স্বামꦆী দীর্ঘায়ুর ও সুখ-সমৃদ্ধির জন্য বিবাহিতা মহিলারা এদিন উপবাস করেন।
নাগ পঞ্চমী- ১৩ অগস্ট নাগপঞ্চমী। প্রতি বছর শ্রাবণ মাস▨ের শুক্লপক্ষের পঞ্চমীর দিন নাগ পঞ্চমীর উৎসব পালিত হ﷽য়।
সিংহ সংক্রান্তি- সূর্য স্বরাশি সিংহে প্রবেশ করবে🧔 ১৭ অগস্ট। এই দিনটি সিংহ সংক্রান্তি নামে পরিচিত। 𒐪এদিন সূর্যের বিশেষ পুজো করা হয়।
শ্রাবণ পুত্রদা একাদশী- ১৮ অগস্ট, বুধবার শ্রাবণ পুত্রদা একাদশী পালিত হবে। এদিন সন্তান লাভ ও সুখের জন্য উপবাস রওণম- দক্ষিণ ভারত, বিশেষত কেরলে আনন্দের সঙ্গে পালিত হয় ওণম। ২১ অগস্ট শনিবার এই উৎসব পালিত হবে। মনে করা হয় ওণম অর্থাৎ থিরুওণমের দিনে রাজা বলী নি♏জের প্রজাদের সঙ্গে দেখা করার জন্য পাতাল থেকে মর্ত্যে আসেন।
রাখী বন্ধন- হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ꧒ মাসের পূর্ণিমার দিনে ভাই-বোনের ভালোবাসার উৎসব রাখী বন্ধন পালিত হয়। চলতি বথর ২২ অগস্ট, রবিবার রাখী বন্ধন। ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বোনেরা ভাইয়ের হাতে রাখী বাঁধেন।
রাখী বন্ধনের শুভ সময়- ২২ অগস্ট রবিবার সকাল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধে ৬টা ০৩ ꧂মিনিট পর্যন্ত।
দুপুরের সবচেꦯয়ে ভালো সময়- ১টা ৪৪ মিনিট থেকে ৪টে ২৩ মিনিট পর্যন্🌠ত।
গায়েত্রী জয়ন্তী- ২২ অগস্ট, রবিবার গায়েত্রী জয়ন্তী পালিত হবে। বেদের দেবী গায়েত্রীকে এই দিনটি স🌃মর্পিত।
কাজরী তীজ- ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় এই তীজ পালিত হয়। ২৫ অগস্ট পালিত হবে এই ব্রত। স্বামীর দীর্ঘায়ুর জন্য এদিন উপবাস রাখেন💟 সধবা মহি🙈লারা।
কৃষ্ণ জন্মাষ্টমী- ৩০ অগস্ট, সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। ভ🧔াদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়েছিল।
অষ্টমী তিথি শুরু- ২৯ অগস্ট রাত ১১টা ২৫ মিনিটে।
অষ্টমী🤪 তিথি সমাপ্ত- ৩১ অগস্ট ভোররাত ১টা ৫৯ মিনিটে।
রোহিণী নক্ষত্র শুরু- ৩০ অগস্ট সকাল ৬টা ৩৯ মিনিটে।
রোহিণী নক্ষত্র শেষ- ৩১ অগস্ট সকাল ৯টা ৪৪ মিনিটে। চলতি বছর ▨অগস্ট মাসে একাধিক গুরুত্বপূর্ণ ব্রত ও উৎসব রয়েছে। রাখী, জন্মাষ্টমী অগস্ট মাসেই অনুষ্ঠিত হবে। অগস্ট মাসের সমস্ত উৎসব ও ব্রতর তাকামিকা একাদশী- ৪ অগস্ট কামিকা একাদশী ব্রত পালিত হবে। শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের এক🌜াদশী বিষ্ণুকে সমর্পিত। এই একাদশী কামিকা একাদশী নামে পরিচিত।
প্রদোষ ব্রত- ৫ অগস্ট𒀰,🌸 বৃহস্পতিবার শ্রাবণ মাসের প্রদোষ ব্রত। প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে এই ব্রত পালিত হয়। এদিন উপবাস থাকলে শিবের আশীর্বাদ লাভ করা যায়।
শ্রাবণ অমাবস্যা- ৮ অগস্ট শ্রাবণ অমাবস্যা। এদিন পবিত্র নদীতে স্নান করা হয়। অমাবস্⛦যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কাজ করা হয়।
হরতালিকা তীজ- ১১ অগস্ট বুধবার এই তীজ প𝓡ালিত হবে। শ্রাবণ শুক্লপক্ষের তৃতীয়ার দিনে এই তীজ পালিত হয়। স্বামী দীর্ঘায়ুর ও সুখ-সমৃদ্ধির জন্য বিবাহিতা মহিলারা এদিন উপবাস কর🤪েন।
ন💮াগ পঞ্চমী- ১৩ অগস্ট নাগপঞ্চমী। প্রতি বছর শ্রাবণ মꦏাসের শুক্লপক্ষের পঞ্চমীর দিন নাগ পঞ্চমীর উৎসব পালিত হয়।
সিংহ সংক্রান্তি- সূর্য স্বরাশি সিংহে প্র🔜বেশ করবে ১৭ অগস্ট। এই দিনটি সিংহ সংক্রান্তি নামে পরিচিত। এদিন সূর্যের বিশেষ পুজো করা হয়।
শ্রাবণ পুত্রদা একাদশী- ১৮ অগস্ট, বুধবার শ্রাবণ পুত্রদা একাদশী পালিত হবে। এদিন সন্তান লাভ ও সুখের জন্য উপবাওণম- দক্ষিণ ভারত, বিশেষত কেরলে আনন্দের সঙ্গে পালিত হয় ওণম। ২১ অগস্ট শনিবার এই উৎসব পালিত হবে। মনে করা হয় ওণম অর্থাৎ থিরুওণমের দিনে রাজা বলী নিজের প্রজাদের সঙ্গে দেখা করাಌর জন্য পাতাল থেকে মর্ত্যে আসেন।
রাখী বন্ধন- 🦂হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে ভাই-বোনের ভালোবাসার উৎসব রাখী বন্ধন পালিত হয়। চলতি বছর ২২ অগস্ট, রবিবার রাখী বন্ধন। ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বোনেরা ভাইয়ের হাতে রাখী বাঁধেন।
রাখী বন্ধনের শুভ সমไয়- ২২ অগস্ট রবিবার সকাল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধে ৬টা ০৩ মিনিট পর্যন্ত।
দুপুরের সবচেয়ে ভালো সময়- ১টা ৪৪ মিনিট থেকে ৪টে ২৩ মিনিট পর𒐪্য🃏ন্ত।
গায়েত্রী জয়ন্তী- ২২ꦍ অগস্ট, রবিবার গায়েত্র꧒ী জয়ন্তী পালিত হবে। বেদের দেবী গায়েত্রীকে এই দিনটি সমর্পিত।
কাজরী তীজ- ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় এই তীজ পালিত হয়। ২৫ অগস্ট পালিত হ💫বে এই ব্রত। স্বামীর দীর্ঘায়ুর জন্য এদিন উপবাস রাখেন সধবা মহিলারা।
কৃষ্ণ জন্মাষ্টমী- ৩০ অগস্ট, সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। ভাদ্রপদ মাসের ক🍎ৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়েছিল।
অষ্টমী তিথি শুরু- ২৯ অগস্ট রাত ১১টা ২৫ মিনিটে।
অষ🍸্টমী তিথি সমাপ্ত- ৩১ অগস্ট ভোররাত ১টা ৫৯ মিনিটে।
রোহিণী নক্ষত্র শুরু- ৩০ অগস্ট সকাল ৬টা ৩৯ মিনিটে।
রোহিণী নক্ষত্র 🅷শেষ- ৩১ অগস্ট সকাল ৯টা ৪৪ মিনিটে। স র☂াখা হয়।