আইপিএলের মেগা নিলাম চলছে সৌদি আরবের জেড্ডায়। গত মাসে প্রতিটি দলের তরফে রিটেনশন তালিকা প্রকাশ করা হয়েছিল। এবার মেগা নিলাম থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের দলে নিচ্ছে। ইতিমধ্যে রেকর্ড তৈরি করে ফেলেছেন ঋষভ পন্ত। আইপিএলের ইতিহাসে সবথেকে🤪 দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। ২৭ কোটি টাকায় তাঁকে নিয়েছে লখনউ সুপার জা༒য়ান্টস। আজ মোট ৮৪ জনের নাম নিলামে উঠবে। কোন খেলোয়াড় কত টাকা পেলেন, কত দলে গেলেন, কে অবিক্রিত থাকছেন, সেটার টাটকা আপডেট দেখে নিন।
নিলামের প্রথম দিনের খেলোয়াড়দের তালিকা
১) আর্শদীপ সিং: ১৮ কোটি টাকা, ꧂পঞ্জাব কিংস (আরটিএম)।
২) শ্রেয়স আইয়ার: ২৬.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংস।
৩) জস বাটলার: ১৫.৭৫ কোটি টাকা, গুজরাট টাইটানস।
৪) মিচেল স্টার্ক: ১১.৭৫ কোটি টাকা, দিল্লি ক𓆏্যাপিটালস।
৫) কাসিগো রাবাদা: ১০.৭৫ কোটি টাকাꩵ, গুজরাট টাইটানস।
৬) ঋষভ পন্ত: ২৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।
৭) মহম্মদ শামি: ১০ কোটি টাকা, সꦑানরাইজার্স হায়দরাবাদ।
৮) ডেভিড মিলার:🎃 ৭.৫ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।
৯) যুজবেন্দ্র চাহাল: ১৮ কোটি টাকা, পঞ্জাব কিংস।
১০) মহম্মদ সিরাজ: ১ꦍ২.২৫ কোটি টাকা, গুজরাট টাইটানস।
১১) লিয়াম লিভিংস্টোন: ১০.৭৫ কোটি টাকা, রয়❀্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১২) কেএল রাহুল: ১৪ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।
মেগা নিলামের সময়সূচি
রবিবার দুপুর ৩ টে ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) থেকে মেগা নিলাম শুরু হওয়ার কথা ছিল। তবে কিছুটা দেরিতে হয়েছে। সোমবার দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে নিলাম শুরু হওয়ার কথা আছে। ভারত-অস্ট্রেলিয়া টেস্টের চᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতুর্থ দিনের খেলা (যদি পু🃏রো হয়) শেষ হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হবে নিলাম।
১) প্রথম সেশন🃏: দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে বিকেল ৫ টা।
২) মধ্🅰যাহ্নভোজের বিরতি: বিকেল ৫ টা থেকে বিকেল ৫ টে ৪৫ মিনিট।
৩) দ্বিতীয় সেশন: বিকেল ৫ টে ৪৫ মিনি💞ট থেকে রাত ১০ টা ৩০ মিনিট।