হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ তিথি মনে করা হয়। চলতি বছর ১৪ মে অক্ষয় তৃতীয়া। এদিন দানের বিশেষ গুরুত্ব স্বীকার করা হয়। প্রচলিত রয়েছে, এদিন দান করলে অক্ষয় পুণ্য লাভ সম্ভব হয়। আবার অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মীর পুজো করা হয়। এমনকি বাড়িতে নতুন কিছু না-কিছু কিনে আনা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী, এদিন যা-ই কেনা হোক না-কেন, তাতে বৃদ্ধি হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকে অলঙ্কার, বাড়ি, গাড়ি ইত্যাদি কিনে থাকেন। তবে জ্যোতিষ অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার দিনে রাশি মেনে জিনিস কিনলে পুণ্যফল লাভ করা যায়। কোন রཧাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে কী কিনবেন, তা জানুন এখানে—
মেষ- এই রাশির জাতকরা অ💃ক্ষয় তৃতীয়ার দিনে মুসুর ডাল কিনে আনুন।
বৃষ- জ্যোতিষ অনু♊যায়ী বৃষ রাশির জাতক𒐪রা এদিন চাল ও বাজরা কিনলে শুভ ফল লাভ করতে পারেন।
মিথুন- এই রাশির জাতকরা অক🌜্ষয় তৃতীয়ার দিনে মুগ, ধনে ও কাপড় কিনতে পারেন, এর ফলে 🦋শুভ ফল লাভ সম্ভব।
কর্কট- অক্ষয় তৃতীয়ায় শুভ ফল লাভের জন্য দুধ ও চালཧ কে🎶না উচিত এই রাশির জাতকদের।
সিংহ- তামা কেনা এই রাশির জন্য শুভ।
কন্যা- এই রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে মুগ ডাল কিনলে জীবনে সুখ-শান্তি লাভ কর🌸া যায়।
তুলা- অক্ষয় তৃতীয়ার দিনে তুলা রাশির🍸 জাতকদের চিনি ও চাল কেনা উচিত𓆉।
মকর- কালো ডাল ও দই কিনলে এই রাশির জাতকরা দ্বিগুণ শুভ ফল লাভ করতে পা🤪রেন।
কুম্ভ- কালো তিল ও কাপড় কেনা এই 🐲রাশির জাতকদে🃏র জন্য শুভ।
মীন- জ্যোতিষ অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় এই ♑রাশির জাতকর🦂া হলুদ ও ছোলা ডাল কিনলে শুভ ফল লাভ করতে পারেন।