আজ (মঙ্গলবার) অক্ষয় তৃতীয়া। পঞ্জিকা অনু🦄যায়ী, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুযায়ী, অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ করলে দীর্ঘদিন ফল ভালো ജফল পাওয়া যায়। সেই অক্ষয় তৃতীয়া নিয়ে হিন্দু ধর্মে বিভিন্ন বিশ্বাস আছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট (Akshaya Tritiya 2022 Timings)
১) তৃতীয়া তিথি শুরু: ১৯ বৈশাখ/৩ মে (মঙ্গলবার)।
২) তৃতীয়া তিথি শুরুর সময়: ভোর ৫ টা ২০ মিনিট।
৩) তৃতীয়া তিথি শেষ: ২০ বৈশাখ/৪ মে (বুধবার)।
৪) তৃতীয়া তিথি শেষের সময়: সকাল ৭ টা ৩৩ মিনিট।
গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট (Akshaya Tritiya 2022 Time)
১) তৃতীয়া তিথি শুরু: ১৮ বৈশাখ/২ মে (সোমবার)।
২) তৃতীয়া তিথি শুরুর সময়: রাত ৩ টে ১৬ মিনিট ৭ সেকেন্ড𒉰।
৩) তৃতীয়া তিথি শেষ: ২০ বৈশাখ/৪ মে (বুধবার)।
৪) তৃতীয়া তিথি শে𒊎ষের সময়: ভোর ৫টা ২৫ মিনিট ৮ সেকেন্ড।
৫) মঙ্গলবার অক্ষয় তৃতীয়া ব্রত, তৃতীয়া অহোরাত্র।
বেণীমাধব শীল পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার শুভ সময় (Akshaya Tritiya 2022 Auspicious Timings)?
বেণীমাধব শীলের বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী🔯 ১৯ বৈশাখ অক্ষয় তৃতীয়া পড়𝓰েছে। দেখে নিন, অক্ষয় তৃতীয়ার শুভ সময় -
১) সকাল ৮ টা ২২ মিনিট থেকে সকাল ১০ টা ১৪ মিনিট।
২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপুর ১ টা ১০ মিনিট।
৩) দুপুর ৩ টে ২৯ মিনিট থেকে বিকেল ৫ টা ১৩ মিনিট।
৪) রাত ৯ টা থেকে রাত ১১ টা ১১ মিনিট।