দু'দিনের মহাযজ্ঞে কি একাধিক ভুল করলেন আইপিএলের অকশনার মল্লিকা সাগর? এমনই অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে তাঁর ‘ভুলের’ কারণে কয়েকটি দলকে বেশি টাকা গচ্ছা গিয়েছে। আবার খেলোয়াড়ও হাতছাড়া হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিস🎉িআই) কাছ🦩ে সরকারিভাবে কোনও অভিযোগ জমা পড়েছে কিনা, তা স্পষ্ট নয়। নিলাম প্রক্রিয়া প্রকাশ্যেও কোনও দলের তরফে অভিযোগ করা হয়নি। আপাতত কোনও মন্তব্য করেনি ভারতীয় বোর্ডও।
কোন কোন ক্ষেত্রে 'ভুল' করেছেন মল্লিকা?
অভিনব মনোহরের নিলামের সময় মল্লিকা ‘ভুল’ করেছিলেন বলে দাবি করা হয়। গুজরাট টাইটানসের প্রাক্তন খেলোয়াড়কে ক𒐪ে নেবেন, তা নিয়ে🐭 লড়াই চলছিল। শেষপর্যন্ত ২.৮ কোটি টাকা দর হেঁকে অভিনবকে দলে নেয় সানরাইজার্স। ‘Sold’ বা 'বিক্রিত' বলেও দেন অকশনার। কিন্তু পরবর্তী খেলোয়াড়ের নাম নেওয়ার আগেই থমকে যান।
অকশ💮নার বলেন, ‘কেকেআর প্যাডল তুলেছে। আমি দুঃখিত, আমি দেখতে পাইনি। ২.৮ কোটি টাকায় নতুন করে বিড শুরু করব। তিন কোটি টাকা দর দিচ্ছে কেকেআর। (অভিনব মনোহর) এখনও আপনাদের খেলোয়াড় হয়নি সানরাইজার্স হায়দরাবাদ।’ সেটা শুনে সানরাইজার্সের কাব্য মারানরা হতবাক হয়ে যান। তবে শেষপর্যন্ত কেকেআরের তিন কোটি টাকার বিডের জবাবে ৩.২ কোটি𒈔 টাকা দর হাঁকে সানরাইজার্স। তারপর কেকেআর আর দর হাঁকেনি। অভিনবকে দলে পেয়ে যান কাব্যরা।
RCB ও DC-র মধ্যে ‘ঝামেলা লাগালেন’ অকশনার?
তবে সেখানেই শেষ হয়নি। স্বস্তিক চিকারার নিলাম প্রক্রিয়ার সময়ও জট তৈরি হয়। নাম ওঠার পরে ৩০ লাখ টাকার বেস প্রাইসে মারকুটে ব্যাটারের জন্য বিড করে রয়্যাল চ্যালেঞ𓃲্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তারপর ‘ওয়ার্নিং’ দিয়ে অকশনার জানান যে আরসিবিতে যাচ্ছেন স্বস্তিক।
আরও পড়ুন: RCB 'copying' KKR: KKR-কে তো হারা💫তে পারে না, তাই টুকলি করে জিততে চাইছে! RCB-কে চরম কটাক্ষ মনোজের
যদিও তারইমধ্যে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হেমাঙ্গ বাদা🍒নি দাবি করেন, তাঁরাও বিড করেছিলেন। অকশনার জানান যে তিনি সেটা দেখতে পাননি। তবে তাতে একেবারেই প্রসন্ন হননি আরসিবির কর্তারা। তাঁরা অঙ্গভঙ্গি করে বলতে থাকেন যে ইতিমধ্যে স্বস্তিককে নিয়ে ফেলেছেন তাঁরা। দেরিতে প্যাডেল তোলা হয়েছে। দিল্লিও খুব একটা প্রসন্ন হয়নি। তবে শেষপর্যন্ত স্বস্তিকের নাম আর নতুন করে নিলামে ওঠেনি। আরসিবিতেই থাকেন স্বস্তিক।
আরও ভুল করেছেন অকশনার?
সেখানেই শেষ নয়। আরও কয়েকটি নি🦄লাম প্রক্রিয়ার ক্ষেত্রে তিনি ভুল করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারের নিলামের সময় তিনি টাকার হিসাব ভুল করেছেন। আর মহম্মদ শামির নিলামের সময় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অকশনারের ভুলের স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথমে তিনি জানিয়ে দেন যে কেকেআর শামিকে পেয়ে যাচ্ছে। তারপর নিয়মমতো গুজরাট টাইটানসের থেকে জানতে চান যে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করবে কিনা।
তারইমধ্যে অকশনার দাবি করেন যে আগেই সানরাইজার্স বিড করেছে। তাই তিনি আগে হায়দরাবাদের দর নেবেন। সেইমতো ১০ কোটি টাকা দর হাঁকে। কেকেআর আর তারপর দর হাঁকেনি। সানরাইজার্স পেয়ে যায় শামিকে। নাইট ফ্যানদের একাংশের বক্তব্য, আরটিএম নিয়ে মতামত জানতে অকশনার তো আগেই গুজরাটের কাছে চলে গিয়েছিলেন। তাহলে কীভাবে তিনি ফের সানরাইজার্🌌সের বিড গ্রহণ করলেন?
বিস্তারিত পড়ুন এখানে: Mallika Sagar during KKR's Sham💃i bid: অকশনারের ভুলে শামিকে নিতে পারল না KKR? উঠল বিস্ফোরক অভিযোগ, রোষের মুখে ম🧸ল্লিকা
যদিও সেই বিষয়টি নিয়ে কেকেআরের তরফে সরকারিভাবে কোনও অভিযোগ জানানো হয়েছে বলে আপাতত কিছু জানা যায়নি। নিলামের টেবি♏লেও কোনও প্রতিবাদ করেনি কেকেআর। বাকি অন্যান্য ক্ষেত্রেও কোনও অভিযোগ জমা পড়ার খবর আপাতত সামনে আসেনি।
মল্লিকা খেলোয়াড়দের অকশনার, ভূয়সী প্রশংসা অনেকের
তারইমধ্যে নেটিজেনদের অনেকে মল্লিকার ভূয়সী প্রশংসাও করেছেন। এক নেটিজেন বলেন, ‘উনি খেলোয়াড়দের অকশনার! খেলܫোয়াড়রা যাতে আরও বেশি দাম পান বা খেলোয়াড়রা প্রথম বিড পান, সেজন্য উনি শেষপর্যন্ত অপেক্ষা করেছিলেন। দারুণ।'
একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'সত্যি কথা বলতে তিনি যে ওয়ার্নিং দিচ্ছিলেন, তাতে খেলোয়াড়রা বেশি টাকা পেয়েছেন। এমন কয়েকজন দল পেয়েছেন, যাঁꦑরা হয়তো অবিক্রিত থেকে যেতেন। তাতে দলগুলি বা দর্শকরা বিরক্ত হলেও খেলোয়াড়দের দর বেড়েছে। উনি খেলোয়াড়দের জন্য উপযুক্ত অকশনার।’