‘প্লিজ, ফিজকে নিন’, ‘কিং ফিজ’,🥀 ‘নাহিদ রানা’ আছে- আইপিএলের নিলামের মধ্যেই চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিভিন্ন পোস্টের তলায় এমনই সব কমেন্ট করতে দেখা গেল বাংলাদেশের নেটিজেনদের। কিন্তু শেষপর্যন্ত কোনও বাংলাদেশি ক্রিকেটারই আইপিএলের নিলামে দল না পাওয়ায় ‘বয়কট’ স্লোগান তুলতে শুরু করেন অনেকে। কেউ-কেউ আবার বলেছেন যে ‘আনফলো করে দিলাম আজ থেকে।’ কয়েকজন তো আবার চেন্নাইয়ের বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে বাকিদের কাছে আর্জি জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশের সবাই আনফলো করো, প্লিজ ভাই।’
বাংলাদেশিদের আকুতি-আর্জি পালটে গেল ক্ষোভ-রাগে
আর সেই আকুতি, আর্জি, ক্ষোভ, রাগ দেখা গিয়েছে মূলত চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়া পেজে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিভিন্ন পোস্টেও 🔜বাংলাদেশি নেটিজেনদের একাংশ সেরকম কমেন্ট করলেও চেন্নাইয়ের থেকেই তাঁদের প্রত্যাশা বেশি ছিল। যে দলে গতবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ছিলেন। আর সেই প্রত্যাশা থেকেই এক নেটিজেন বলেন, ‘প্লিজ ফিজকে (মুস্তাফিজুর রহমানের ডাকনাম) নিন।’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘পাথিরানার থেকে ফিজ ভালো। চেন্নাই ফিজ ফিজ।’
কেউ-কেউ আবার নাহিদ রানাকে নেওয়ারও পরামর্শ দেন। কে🌊ন তাঁকে নেওয়া উচিত, সেটাও ব্যাখ্যা করে দেন এক নেটিজেন। তিনি বলেন, ‘অভিষেক ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লাগাতার ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বল করছিলেন নাহিদ রানা। একবার তো তাঁর গতিবেগ ১৫১ কিমির কাছে পৌঁছে গিয়েছিল।’ একজন আবার বলেন, ‘আমরা মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তৌহিদ হৃদয়, রিশাদ হোসেনদের চাই।’
যদিও তাঁর আশা পূর্ণ হয়নি। আইপিএলের জন্য শাকিব-আল-হাসান, লিটন দাস-সহ মোট ১৩ জন বাংলাদেশি খেলোয়াড় নাম নথিভুক্ত করেছিলেন। শেষপর্যন্ত নিলামে নাম ওঠে শুধুমাত্র মুস্তাফিজুর এবং রিশাদের। কিন্তু কোনও দলই তাঁদের নেয়নি। আর তাতেই চটে যান বাংলাদেশি নেটিজেনদের একাংশ। রীতিমতো ক্ষোভের সুরে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘কেন আইপিএলের কোনও দল শাকিব, ফিজ এবং তাসকিন আহমেদের মতো ব💜িশ্বমানের বাংলাদেশি ক্রিকেটারদের নিল না?’
‘মুস্তাফিজুরের দাম ১০-১৫ কোটি টাকা হওয়ার কথা’
এক নেটিজেন আবার দাবি করেন, ‘মুস্তাফিজুরের দাম অনায়াসে ১০-১৫ কোটি টাকা হয়ে যাওয়ার কথা। ভাই তোমাদের একটা꧅ কথা বলছি, উনি বাংলাদেশের খেলোয়াড় বলে ওঁনার কোনও মূল্য নেই। উনি অন্য কোনও দেশের খেলোয়াড় হলে ঠিকই মূল্য পেতেন।’ অপর একজন বলেন, ‘শাকিব-আল-হাসানের পোস্টে যে পরিমাণ রিচ এবং কমেন্ট আসে, তাতে যে কোনও দলই ওকে নিয়ে নেবে।’ একজন আবার বলতে থাকেন, ♕‘বয়কট আইপিএল।’
গতবারের কথা মনে আছে তো? পালটা নেটপাড়ার
যদিও বাংলাদেশি নেটিজেনদের পালটাও দিয়েছেন অনেকে। এক নেটিজেন বলেন, ‘গত বছর মুস্তাফিজুর রহমান আইপিএলের মধ্যেই জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার জন🍌্য ফিরে যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছিলেন যে আইপিএল থেকে আর কিছু শেখার নেই মুস্তাফিজুরের। যা শেখার ছিল, সেটা শিখে ফেলেছেন মুস্তাফিজুর। বরং মুস্তাফিজুরের থেকে আইপিএলের অনেক খেলোয়াড়ের শেখার আছে। আশা করি, সকলের এই কথাগুলো মনে আছে।’