দীপাবলির ঠিক ১৫ দিন পর আসে দেব দীপাবলি। এই দীপাবলির উৎসবের মাহাত্ম্য দেবাদিদেব শিবের সঙ্গে জড়িত। মহাদেবকে ঘিরে এই উৎসবে আলাদা করে আলোর সাজে সেজে ওঠে ব🐻ারাণসীর কাশীধাম। উল্লেখ্য, ১৫ নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমাকে এই দেব দীপাবলি উপলক্ষ্যে ত্রিপুরারী পূꦗর্ণিমা হিসাবেও অভিহিত করা হয়। দেখা যাক, দেব দীপাবলিকে ঘিরে শুভ সময়কাল।
দেব দীপাবলি ২০২৪ সময়, তিথি:-
দেব দীপাবলি ২০২৪ পড়ছে ১৫ নভেম্বর ২০২৪ এ। এই উৎসবকে ত্রিপুরোৎসব ও তিথিকে ত্রিপুরারী পূর্ণিমাও বলা হয়। এমন দিনে গঙ্গায় স্নান করে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। সন্ধ্যায় গঙ্গার তীর জুড়ে সেজে থাকে দেব দীপাবলীর আলো। দেব দীপাবলি ২০২৪র তিথি শুক্রবার পড়েছে। প্রদোষকাল দেব দীপাবলি ২০ꦦ২৪র মুহূর্ত বিকেল ৫ টা ১০ মিনিট থেকে, আর তা শেষ হবে, সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে। মোট ২ ঘণ্টা ৩৭ ম🐠িনিট এই তিথি থাকবে। এদিকে, পূর্ণিমা তিথি শুরু হবে, ১৫ নভেম্বর সকাল ৬ টা ১৯ মিনিটে, আর শেষ হবে ১৬ নভেম্বর রাত ২.৫৮ মিনিটে।
( Shani Vakri impact on Rashifal: বক্রী শনির কৃপায় তুঙ্গে🔯 থাকবে উন্নতি! কুম্ভ🥂 সহ বহু রাশি লাকি)
( Buffalo Anmol goes Viral: ১৫০০ কেজির মোষ ‘অনমোল’ এর দাম বাজারে ২৩ কোটি🎶! ♋কেন জানেন?)
এই তিথির মাহাত্ম্য:-
এই দেব দীপাবলি ঘিরে শিবের এক কাহিনি প্রচলিত। ত্রিপুরারী পূর্ণিমা নামে খ্যাত এই তিথিতে দেবাদিদেব হত্যা করেছিলেন ত্রিপুরারী নামে এক অসুরকে। তুমুল যুদ্ধের পর শেষে মহাদেব এই সময় হত্যা করেন ত্রিপুরাসুরকে। তারপর থেকꦚে এই তিথি ত্রিপুরারী পূর্ণিমা নামে খ্যাত। শিবের অপর নামও সেই থেকে ত্রিপুরারী। এর পৌরাণিক গুরুত্ব ছাড়াও, দেব দীপাবলি এমন একটি দিন যখন স্বর্গীয় অঞ্চল পৃথিবীতে নেমে আসে বলে বিশ্বাস করা হয়। আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আশীর্বাদ পেতে এবং নিজেকে শুদ্ধ করার জন্য ভক্তরা এটিকে একটি আদর্শ সময় বলে মনে করেন। এমন এক দিনে গঙ্গায় স্নান করলে তাতে পূণ্য লাভ হয়, বলে বিশ্বাস করা হয়।