বলিউডের ইতিহাসে একজন অন্যতম অনন্য পরিচালক হলেন অনুরাগ কাশ্যপ। তাঁর পরিচালিত সিনেমাগুলি বারংবার সমালোচকদের প্রশংসায় প্রশংসিত হয়েছিল। তবে ‘ম্যাক্সিমাম সিটি’ নামক একটি ওয়েব সিরিজ মুক্তি না দিতে🦄 পারায় রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনুরไাগ। সম্প্রতি এই প্রসঙ্গেই খোলামেলা কথা বললেন পরিচালক।
পরিচালক বলেন, ‘২০০৩ সালে সুধীর মিশ্র পরিচালিত ‘উস রাত আচানক’ সিনেমাটির চিত্রনাট্য লেখার জন্য আমায় বলেছ𝓀িলেন। এই সিনেমায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত এবং তেজস্বিনী কোলাপুরি। সঞ্জয় উদয় শেঠি নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি একজন পুলিশ অফিসার ছিলেন। সিনেমাটি হিট না হলেও সঞ্জয়ের চরিত্র আমার মনে গেঁথে গিয়েছিল।’
(আরও পড়ুন: খেলনা বন্𝄹দুকের বুলেট খেয়ে যাচ্ছেতাই কাণ্ড! হাসপ♏াতালে জোজোর দত্তক পুত্র, তারপর…)
পরিচালক আরও বলেন, ‘আমি পরবর্তী কালে ওই চরিত্রটিকে বহুবার সিনেমায় ব্যবহার করতে চেয়েছিলাম। একবার আমি ফিল্ম মেকার রাজিব রবিকে বলেছিলাম, আমি উদয় চরিত্রটির ওপর ভিত্তি করে একটি চিত্রনাট্য লিখব এবং চ𓃲রিত্রটিকে জীবন্ত করার চেষ্টা করব।’
লকডাউনের সময় অনুরাগ ‘ম্যাক্সিমাম সিটি’ নামক প্রজেক্টে বিনিয়োগ করেছিলেন এবং ৩ ভাগের ৯ ঘন্টার একটি ﷽সিরিজ তৈরি করার চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত প্রি প্রোডাকশনের মাত্র ৬ দিন আগে অপ্রত্যাশিতভা🦩বে প্রকল্পটি স্থগিত করে দেওয়া হয়। এখনও পর্যন্ত এটি অপ্রকাশিত রয়েছে, যার ফলে গত চার - পাঁচ বছর ধরে অনুরাগ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
(আরও পড়ুন: দশ হাজার শাড়ি, ২৮ কেজি সোনার মালকিন, হয়েছে তাঁকে নিয়ে ৯টি বায়োপিক, চেনেন ভারতের ধনীতম অভিনেত্🍒রীকে?)
‘ম্যাক্সিমাম সিটি’ স্থগিত হয়ে যাওয়ার পর হতাশায় ডুবে গিয়েছিলেন অনুরাগ। অতিরিক্ত পরিমাণে মদ্যপান করার ফলে দু'বার হৃদরোไগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ‘ম্যাক্সিমাম সিটি’ ছিল অনুরাগের একটি সৎ প্রচেষ্টা, স্বাভাবিকভাবেই সেটি বন্ধ হয়ে যাওয়ার ফলে ভীষণভাবে হতাশ হয়ে যান তিনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই অনুরাগের আরও দুটি স্ক্রিপ্ট সিনেমার আকারে আসতে চলেছে। একটির কাজ প্রায় শেষ, অন্যটিরও শেষের কাছাকাছি। অনুরাগ পরিচালিত সর্বশেষ থ্রিলার ‘কেনেডি’- র প্রিমিয়ার হয় গত ২৫ আগস্ট Zee 5 - এ। এই সিরিজে অভিনয় করেছিলেন রাহুল ভাট এবং সা⛄নি লিওন।