৫০-এর গণ্ডি পেরিয়ে ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন জোজো। তাঁর মেয়ে বাজোর বয়স এখন ২৮! অন্যদিকে বছর চারেক আগে পুত্র সন্তান আদিকে দত্তক নেন মিস জোজো। ছেলে আদির বেড়ে ওঠার নানান মুহূর্ত সমাজমাধ্যমে হামেশাই ভাগ করে নেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। শিশু দিবসেও তাঁর দুই সন্তানকে জানিয়েছিলেন শুভেচ্ছা। আদি আর বাজোই তাঁর হার্টবিট। নিজের বায়োলজিক্যাল সন্তান আর দত্তক সন্তানকে আলাদা চোখে দেখেন না। তাই জানিয়েছিলেন, কীভাবে সম্পত্তির ভাগাভাগি করবেন। এর মাঝেই আচমকাই বিপত্তি। আরও পড়ুন-৫০-এ এসে দত্তক নেন পুত্র স🎃ন্তান আদিকে, ছেলে-মেয়ের মধ্যে কীভাবে সম্পত্তি ভাগ করবেন জানালেন গায়িকা জোজো
খেলনা বন্দুকের গুলি খেয়ে ফেলে বৃহস্পতিবার রাতে কাণ্ড ঘটাল আদি! শুক্রবার সকালেই ছেলের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান জোজো। শুধু লেখেন, পিয়ারলেস হাসপাতালের এমার্জেন্সি বিভাগকে তিনি ধন্যবাদ জানাতে চান যেভাবে গত রাতে তাঁরা আদির খেয়াল রেখেছে, এবং তাঁর চিকিৎসকা ক🐽রেছে। জোজোর কথায়, ‘চিকিৎসকদের জন্যই আমার ছেলেটা এখন ভালো আছে’। অনুরাগীরা ওমনি প্রশ্ন করে, আদির কী হয়েছে? শুরুতে পুরো ব্যাপারটি খোলসা করেননি জোজো। শুধু জানান, আদি এখন ভালো আছে, সুস্থ আছে।
পরে দুপুরের দিকে আসল ঘটনা ফাঁস করেন সারেগামাপা-র বিচারক। জোজো জানান, ‘কাল রাতে ডিনারের সঙ্গ𝔉ে খেলনা বন্দুকের বুলেট খেয়েছিলেন লুকিয়ে। হাসপাতালে বমির সঙ্গে তা বের করে দিয়ে এখন একটু রিলিফ পেয়েছেন…’। সঙ্গে আদির একটি ছবিও শেয়ার করেন জোজো। সেখানে দেখা গেল মাথায় হাত দিয়ে বিছানায় শুয়ে রয়েছে আদি।
ছেলে যে খেলনা বন্দুকের গুলি 🔜খেয়ে ফেলে অস্বস্তিতে ভুগছে তা বুঝতে পারেননি জোজো। পরে হাসপাতালে গেলে সবটা পরিষ্কার হয়।
মেয়ে বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ পুত্র সন্তান দত্তক নেওয়ার কম কটাক্ষ শুনতে হয়নি জোজোকে। তবে তিনি ꧙তাতে কোনওদিন কান দেননি। সম্পত্তি ভা꧑গের সিদ্ধান্ত নিয়ে এইসময়কে তিনি বলেন, ‘বাজোর বাবার, দিদার সব সম্পত্তি বাজো পাবে। কিন্তু, আদির জন্য আমি কিছু জিনিস আলাদা করে তৈরি করে দিয়ে যেতে চাই। যাতে ওকে কারও কাছে কখনও হাত পাততে না হয়। আমি তো জানি না আদির বিয়ে পর্যন্ত থাকব কি না? আমার মেয়েরও সংসার হবে একটা সময়। ও সবটা সামলে কতটা ভাইয়ের জন্য করতে পারবে, সেটা একটা ব্যাপার। তাই আমি খুব ভেবেচিন্তেই সব সিদ্ধান্ত নিয়েছি।’